ভারতের আকাশে ভারতেরই বিমান হামলা, বিমান বাহিনীর ব্যাখ্যা – ‘অসাবধানতা’

- আপডেট সময় ১১:৩৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / 18
নিজ দেশের ভূখণ্ডে বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। শুক্রবার (২৫ এপ্রিল) মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় এ ঘটনাটি ঘটে। ঘটনার পর আইএএফ এক বিবৃতিতে জানিয়েছে, “অসাবধানতাবশত” এই হামলা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শিবপুরীর মনোজ সাগরের বাড়িতে আইএএফ-এর একটি যুদ্ধবিমান থেকে ভারী ধাতব বস্তু পড়ে। এতে বাড়ির বাইরের দুটি কক্ষ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। শিবপুরীর পুলিশ সুপার আমান সিং রাঠোর জানিয়েছেন, ঘটনার সময় বাড়িতে থাকা চারজনই অক্ষত রয়েছেন। পুলিশ এবং স্থানীয় প্রশাসনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইএএফ একটি পোস্টে জানায়, “বিমান থেকে একটি অ-বিস্ফোরক বায়বীয় স্টোর ভুলবশত নিচে পড়ে যায়, যার ফলে এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।” আইএএফ আরও জানায়, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ভারী ধাতব বস্তুটি কী ছিল বা কীভাবে এটি পড়ে গেল তা এখনও স্পষ্ট নয়। তবে, এটি বিস্ফোরণ ঘটায়নি বলে নিশ্চিত করা হয়েছে। ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়লেও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি শান্ত রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিমান থেকে বেসামরিক স্থানে এ ধরনের ধাতব বস্তু পড়া অত্যন্ত গুরুতর একটি ঘটনা। এটি বিমান বাহিনীর নিরাপত্তা প্রটোকলের ব্যর্থতা হিসেবে দেখা যেতে পারে। যদিও আইএএফ বলছে, তদন্তের পর প্রকৃত কারণ প্রকাশ করা হবে।
ঘটনার বিস্তারিত জানতে শিবপুরী প্রশাসন এবং আইএএফ ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। স্থানীয় জনগণ এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের চিহ্নিত করার দাবি জানিয়েছে।