ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

কাশ্মীর হামলা নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা পদক্ষেপের ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 39

ছবি: সংগৃহীত

 

ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় প্রতিবেশী দুই দেশের মধ্যে ফের উত্তেজনা চরমে উঠেছে। এই হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু এবং ১৭ জনের আহত হওয়ার ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণ করেছে। এরই জবাবে ইসলামাবাদও পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ভারতের পক্ষ থেকে হামলার পরই সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের জন্য ভারত সফরের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের আহ্বানে ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই বৈঠকে ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন খাজা আসিফ। জিও নিউজকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “ভারতের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য। সিন্ধু পানি চুক্তি কোনো একক দেশের সিদ্ধান্তে স্থগিত হওয়ার নয়। এটি একটি আন্তর্জাতিক চুক্তি, যেখানে বিশ্বব্যাংকসহ আরও অনেক পক্ষ জড়িত।”

তিনি আরও জানান, পাকিস্তান শান্তিপূর্ণ উপায়ে বিষয়টি সমাধানের পক্ষে থাকলেও ভারতের একপাক্ষিক পদক্ষেপের ফলে পরিস্থিতি জটিল হচ্ছে। ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং চুক্তির পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রীর মতে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে ভারতের ওপর চাপ বাড়ানোর কৌশল নির্ধারণ করা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে পেতে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হবে।

কাশ্মীর হামলাকে ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য নতুন করে শঙ্কার সৃষ্টি করেছে। দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে এই ইস্যুকে ঘিরে টানাপোড়েন ক্রমেই বেড়ে চলেছে।

বিশ্লেষকরা মনে করছেন, সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের এই টানাপোড়েন দুই দেশের জনগণের জন্য দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন জম্মু ও কাশ্মীর এবং সিন্ধু পানি ইস্যুতে দুই পরাশক্তির অবস্থানের দিকে।

নিউজটি শেয়ার করুন

কাশ্মীর হামলা নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা পদক্ষেপের ঘোষণা

আপডেট সময় ১০:০০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

 

ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় প্রতিবেশী দুই দেশের মধ্যে ফের উত্তেজনা চরমে উঠেছে। এই হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু এবং ১৭ জনের আহত হওয়ার ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণ করেছে। এরই জবাবে ইসলামাবাদও পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ভারতের পক্ষ থেকে হামলার পরই সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের জন্য ভারত সফরের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের আহ্বানে ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই বৈঠকে ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন খাজা আসিফ। জিও নিউজকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “ভারতের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য। সিন্ধু পানি চুক্তি কোনো একক দেশের সিদ্ধান্তে স্থগিত হওয়ার নয়। এটি একটি আন্তর্জাতিক চুক্তি, যেখানে বিশ্বব্যাংকসহ আরও অনেক পক্ষ জড়িত।”

তিনি আরও জানান, পাকিস্তান শান্তিপূর্ণ উপায়ে বিষয়টি সমাধানের পক্ষে থাকলেও ভারতের একপাক্ষিক পদক্ষেপের ফলে পরিস্থিতি জটিল হচ্ছে। ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং চুক্তির পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রীর মতে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে ভারতের ওপর চাপ বাড়ানোর কৌশল নির্ধারণ করা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে পেতে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হবে।

কাশ্মীর হামলাকে ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য নতুন করে শঙ্কার সৃষ্টি করেছে। দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে এই ইস্যুকে ঘিরে টানাপোড়েন ক্রমেই বেড়ে চলেছে।

বিশ্লেষকরা মনে করছেন, সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের এই টানাপোড়েন দুই দেশের জনগণের জন্য দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন জম্মু ও কাশ্মীর এবং সিন্ধু পানি ইস্যুতে দুই পরাশক্তির অবস্থানের দিকে।