০১:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

ইউক্রেনে শ্রমিকবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় ৯ জন নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 86

ছবি সংগৃহীত

 

দক্ষিণ-মধ্য ইউক্রেনের মারহানেটস শহরে রাশিয়ার ড্রোন হামলায় একটি শ্রমিকবাহী বাস লক্ষ্যবস্তুতে পরিণত হলে অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকালে এ হামলাটি ঘটে এবং এতে আরও অন্তত ৩০ জন আহত হন। আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লিসাক।

এই হামলার সময় বিশ্বজুড়ে কূটনৈতিক স্তরে যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা চলছিল। লন্ডনে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা যুদ্ধ বন্ধে আলোচনার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই এই নৃশংস হামলার ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিজ্ঞাপন

রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে একের পর এক হামলা চলছে, যার ফলে হাজার হাজার মানুষ নিহত এবং আহত হয়েছে।

সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে ৩০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেন। ইউক্রেনও পাল্টা শান্তির বার্তা হিসেবে যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে এই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

অন্যদিকে, মস্কো গত মাসে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাবের জবাবে কঠোর শর্তের একটি তালিকা তুলে ধরেছে। যুক্তরাষ্ট্র এখন রাশিয়া এবং ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে পৃথকভাবে যুদ্ধ থামানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।

এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটল, যখন আন্তর্জাতিক মহল যুদ্ধ থামাতে এক টেবিলে বসার চেষ্টা করছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের হামলা যুদ্ধবিরতির সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলছে।

সূত্র : বিবিসি

 

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনে শ্রমিকবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় ৯ জন নিহত

আপডেট সময় ০৪:৪০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

 

দক্ষিণ-মধ্য ইউক্রেনের মারহানেটস শহরে রাশিয়ার ড্রোন হামলায় একটি শ্রমিকবাহী বাস লক্ষ্যবস্তুতে পরিণত হলে অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকালে এ হামলাটি ঘটে এবং এতে আরও অন্তত ৩০ জন আহত হন। আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লিসাক।

এই হামলার সময় বিশ্বজুড়ে কূটনৈতিক স্তরে যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা চলছিল। লন্ডনে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা যুদ্ধ বন্ধে আলোচনার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই এই নৃশংস হামলার ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিজ্ঞাপন

রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে একের পর এক হামলা চলছে, যার ফলে হাজার হাজার মানুষ নিহত এবং আহত হয়েছে।

সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে ৩০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেন। ইউক্রেনও পাল্টা শান্তির বার্তা হিসেবে যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে এই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

অন্যদিকে, মস্কো গত মাসে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাবের জবাবে কঠোর শর্তের একটি তালিকা তুলে ধরেছে। যুক্তরাষ্ট্র এখন রাশিয়া এবং ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে পৃথকভাবে যুদ্ধ থামানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।

এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটল, যখন আন্তর্জাতিক মহল যুদ্ধ থামাতে এক টেবিলে বসার চেষ্টা করছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের হামলা যুদ্ধবিরতির সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলছে।

সূত্র : বিবিসি