০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা, থাকবেন বিশ্বনেতারাও

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 56

ছবি সংগৃহীত

 

রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

পোপ ফ্রান্সিস গত সোমবার ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘ ১২ বছর ধরে তিনি রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। তাঁর এই অন্তিম বিদায়ের খবরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় পবিত্র সেন্ট পিটার্স ব্যাসিলিকায় অনুষ্ঠিত হবে প্রয়াত পোপের অন্ত্যেষ্টিক্রিয়া। এর আগে আজ বুধবার সকাল ৯টায় পোপের মরদেহ ওই গির্জায় নেওয়া হবে, যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত মানুষজন তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন।

আশা করা হচ্ছে, পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় আড়াই লাখ শোকাহত মানুষ অংশ নেবেন। বিভিন্ন দেশের রাজা-বাদশাহ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিশ্বনেতারাও সেখানে উপস্থিত থাকবেন।

ইতোমধ্যে এই শোকানুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিজিয়া এবং যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম।

এছাড়া উপস্থিত থাকবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।

বিশ্ববাসীর কাছে পোপ ফ্রান্সিস শান্তি ও সহমর্মিতার প্রতীক ছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ব ধর্মীয় অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হলো। এই মহামানবের বিদায়ে যে শোকের ছায়া নেমে এসেছে, তা মুছতে সময় লাগবে দীর্ঘ।

নিউজটি শেয়ার করুন

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা, থাকবেন বিশ্বনেতারাও

আপডেট সময় ১১:২৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

 

রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

পোপ ফ্রান্সিস গত সোমবার ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘ ১২ বছর ধরে তিনি রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। তাঁর এই অন্তিম বিদায়ের খবরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় পবিত্র সেন্ট পিটার্স ব্যাসিলিকায় অনুষ্ঠিত হবে প্রয়াত পোপের অন্ত্যেষ্টিক্রিয়া। এর আগে আজ বুধবার সকাল ৯টায় পোপের মরদেহ ওই গির্জায় নেওয়া হবে, যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত মানুষজন তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন।

আশা করা হচ্ছে, পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় আড়াই লাখ শোকাহত মানুষ অংশ নেবেন। বিভিন্ন দেশের রাজা-বাদশাহ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিশ্বনেতারাও সেখানে উপস্থিত থাকবেন।

ইতোমধ্যে এই শোকানুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিজিয়া এবং যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম।

এছাড়া উপস্থিত থাকবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।

বিশ্ববাসীর কাছে পোপ ফ্রান্সিস শান্তি ও সহমর্মিতার প্রতীক ছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ব ধর্মীয় অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হলো। এই মহামানবের বিদায়ে যে শোকের ছায়া নেমে এসেছে, তা মুছতে সময় লাগবে দীর্ঘ।