ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ শিক্ষার্থীদের করা উচিত নয়: শিক্ষা উপদেষ্টা জলমহাল নীতিমালা পরিবর্তন করে প্রকৃত মৎস্যজীবীদের পাবে অগ্রাধিকার: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংক পেতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে ১১ জন মেয়ে ও ১৩৫ জন শিশু: শারমিন মুরশিদ চীন ও তুরস্কের সহায়তার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করল পাকিস্তান লাগামহীন ও অবিশ্বাস্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ সরকারের বড় দৃষ্টান্ত: আসিফ মাহমুদ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫৪ জন গ্রেপ্তার সব শ্রেণির মানুষের রক্ত-ঘামে জুলাই বিপ্লবের সাফল্য: আসিফ মাহমুদ ট্রাম্পের শুল্কনীতিতে বিপর্যস্ত মার্কিন অর্থনীতি, ছাঁটাই-ব্যয় সংকটে ব্যবসা খাত গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

শীর্ষ সম্মেলনে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 35

ছবি সংগৃহীত

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে চার দিনের সফরে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। আর্থনা শীর্ষ সম্মেলন-২০২৫-এ অংশগ্রহণের লক্ষ্যে তিনি এই সফরে গিয়েছেন।

আজ মঙ্গলবার দোহায় সম্মেলনের ফাঁকে ড. মুহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেন কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবির সঙ্গে। গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় তিনি বাংলাদেশ থেকে দোহার উদ্দেশ্যে রওনা হন এবং স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কাতারের প্রটোকলপ্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু। ড. ইউনূসের সফরসঙ্গীরাও এই সফরে তার সঙ্গে রয়েছেন।

দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য আর্থনা শীর্ষ সম্মেলনের এবারের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’। বিশ্বব্যাপী নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও গবেষকদের অংশগ্রহণে এই সম্মেলন কাতার আয়োজিত অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন।

সফরকালে ড. মুহাম্মদ ইউনূসের কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে দু’দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, বিশেষ করে জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এই সফর কাতার-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

শীর্ষ সম্মেলনে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

আপডেট সময় ০৮:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে চার দিনের সফরে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। আর্থনা শীর্ষ সম্মেলন-২০২৫-এ অংশগ্রহণের লক্ষ্যে তিনি এই সফরে গিয়েছেন।

আজ মঙ্গলবার দোহায় সম্মেলনের ফাঁকে ড. মুহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেন কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবির সঙ্গে। গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় তিনি বাংলাদেশ থেকে দোহার উদ্দেশ্যে রওনা হন এবং স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কাতারের প্রটোকলপ্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু। ড. ইউনূসের সফরসঙ্গীরাও এই সফরে তার সঙ্গে রয়েছেন।

দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য আর্থনা শীর্ষ সম্মেলনের এবারের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’। বিশ্বব্যাপী নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও গবেষকদের অংশগ্রহণে এই সম্মেলন কাতার আয়োজিত অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন।

সফরকালে ড. মুহাম্মদ ইউনূসের কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে দু’দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, বিশেষ করে জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এই সফর কাতার-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।