ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শেরপুরের কাটাবাড়ী সীমান্তে বিদ্যুৎস্পর্শে বন্য হাতির মৃত্যু, উদ্বিগ্ন পরিবেশকর্মীরা নওগাঁর রায়হান আলম: আমচাষে নবজাগরণ ঘটানো এক সাহসী কৃষক গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে আগামী সপ্তাহেই : ট্রাম্প কিশোরগঞ্জের পাগলা মসজিদের ডোনেশন ওয়েবসাইট উদ্বোধন কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডার: দুই দিন পর মামলা দায়ের, গ্রেপ্তার ২ জন লোহাগড়ায় একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম তুরস্কে জুলাইয়ে বিরল তুষারপাত, অন্যদিকে দাবানলে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না: সচিবের হুঁশিয়ারি শান্তি রক্ষায় তেহরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে পাকিস্তান: পাক প্রধানমন্ত্রী আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করলো সিএমপি

শ্রমিক দিবসে নয়াপল্টনে বড় সমাবেশের ঘোষণা বিএনপির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 28

ছবি সংগৃহীত

 

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১ মে রাজধানীর নয়াপল্টনে বিশাল শ্রমিক সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। দলটির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক দলের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, ওইদিন দুপুর ২টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ শুরু হবে এবং এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নজরুল ইসলাম খান বলেন, “১ মে সরকারি ছুটি থাকায় রাজধানীসহ আশপাশের জেলার নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বৃহৎ সমাবেশের আয়োজন করা হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হবে না।”

তিনি আরও জানান, শুধু ঢাকা নয়, দেশের অন্যান্য মহানগর ও জেলা শহরেও স্থানীয় শ্রমিক দলের উদ্যোগে একই দিনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশ সফল করতে ইতিমধ্যে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপি সব সময় অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, “শ্রম সংস্কার কমিশনের রিপোর্টে যে প্রস্তাবনা এসেছে, বিএনপি সেটি সমর্থন করে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ভবিষ্যতেও কাজ করে যাবে।”

সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং জাতীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সমাবেশ সফল করার লক্ষ্যে এর আগে গুলশান কার্যালয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

বিএনপি নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শ্রমিক সমাজের দাবি-দাওয়া ও অধিকারের বিষয়ে সমাবেশে গুরুত্বারোপ করা হবে। একই সঙ্গে সরকারের শ্রমনীতি নিয়ে দলের অবস্থান তুলে ধরা হবে।

সমাবেশে অংশগ্রহণের জন্য শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আশা করা হচ্ছে, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার এই কর্মসূচি দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলবে।

নিউজটি শেয়ার করুন

শ্রমিক দিবসে নয়াপল্টনে বড় সমাবেশের ঘোষণা বিএনপির

আপডেট সময় ০৮:৩০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

 

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১ মে রাজধানীর নয়াপল্টনে বিশাল শ্রমিক সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। দলটির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক দলের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, ওইদিন দুপুর ২টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ শুরু হবে এবং এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নজরুল ইসলাম খান বলেন, “১ মে সরকারি ছুটি থাকায় রাজধানীসহ আশপাশের জেলার নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বৃহৎ সমাবেশের আয়োজন করা হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হবে না।”

তিনি আরও জানান, শুধু ঢাকা নয়, দেশের অন্যান্য মহানগর ও জেলা শহরেও স্থানীয় শ্রমিক দলের উদ্যোগে একই দিনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশ সফল করতে ইতিমধ্যে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপি সব সময় অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, “শ্রম সংস্কার কমিশনের রিপোর্টে যে প্রস্তাবনা এসেছে, বিএনপি সেটি সমর্থন করে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ভবিষ্যতেও কাজ করে যাবে।”

সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং জাতীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সমাবেশ সফল করার লক্ষ্যে এর আগে গুলশান কার্যালয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

বিএনপি নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শ্রমিক সমাজের দাবি-দাওয়া ও অধিকারের বিষয়ে সমাবেশে গুরুত্বারোপ করা হবে। একই সঙ্গে সরকারের শ্রমনীতি নিয়ে দলের অবস্থান তুলে ধরা হবে।

সমাবেশে অংশগ্রহণের জন্য শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আশা করা হচ্ছে, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার এই কর্মসূচি দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলবে।