ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আন্দোলনের মুখে সরিয়ে দেয়া হলো শিক্ষা সচিবকে পাঁচবিবিতে সরকারী নালা বন্ধ করে বাড়ী নির্মাণ, পানি বন্দি ১৫ পরিবার মেয়েকে বাঁচাতে ছুটে গিয়ে আগুনে দগ্ধ মা রজনী, ফিরলেন লাশ হয়ে প্রধানমন্ত্রী হতে পারবেন না দলীয় প্রধান গোপালগঞ্জ কারাগার পরিদর্শনে দুই উপদেষ্টা উত্তরা ট্র্যাজেডি: বিমান বিধ্বস্তে ২৫ শিশুসহ ২৭ জনের মর্মান্তিক মৃত্যু আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতীয় আগরবাতি আমদানি ক্ষয়ক্ষতি এড়াতে চেয়েছিলেন ক্যাপ্টেন তৌকির, লড়েছেন শেষ পর্যন্ত উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে

গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষার্থীদের জন্য কর্মমুখী প্রশিক্ষণ চালুর ঘোষণা তারেক রহমানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 34

ছবি সংগৃহীত

 

গ্রীষ্মকালীন ছুটির সময় স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য ‘কর্মমুখী শিক্ষার কোর্স’ চালু করার পরিকল্পনার কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার বিকেলে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা বিএনপি আয়োজিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বিষয়ক এক ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি জানান, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী ও জীবনঘনিষ্ঠ শিক্ষার দিকে নিয়ে যাওয়া প্রয়োজন। গ্রীষ্মকালীন ছুটির সময়টিকে উপযুক্ত কাজে লাগাতে কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তারেক রহমান বলেন, “স্কুল-কলেজে সামার ভ্যাকেশন আমরা দু’ভাগে ভাগ করতে পারি। পুরো ছুটি কাটিয়ে দেওয়ার পরিবর্তে কিছু সময় প্রশিক্ষণের জন্য ব্যয় করলে শিক্ষার্থীরা উপকৃত হবে। যদিও এতে তারা প্রথমে অখুশি হতে পারে, তবুও এটি তাদের ভবিষ্যতের জন্য সহায়ক হবে।”

তিনি মনে করেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলি দিয়ে গড়ে তুলতে হবে। এজন্য তিনি স্কাউট, বিএনসিসি এবং ‘নলেজ বেইজড’ শিক্ষা কার্যক্রমকে আবারও বাধ্যতামূলক করার কথা বলেন।

তারেক রহমান বলেন, “স্কুলে আগে স্কাউট ও বিএনসিসি ছিল। এর ফলে শিক্ষার্থীরা শৃঙ্খলার মধ্যে থাকত। জাতির ভবিষ্যৎ যারা, তাদের ডিসিপ্লিনে আনতে পারলে দেশও সামনে এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “আমাদের যদি ভবিষ্যতে জনগণের সমর্থনে সরকার গঠনের সুযোগ হয়, তাহলে আমরা এই কার্যক্রমগুলো পুরোদমে চালু করব। স্কুল-কলেজে শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, বাস্তব জীবনের দক্ষতাও অর্জনের সুযোগ দিতে হবে।”

প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “প্রাথমিক স্তরেই শিক্ষার্থীদের মজবুত ভিত্তি তৈরি করতে হবে। কিন্তু শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, তা মোটেও যথাযথ নয়। আমরা শিক্ষকদের বেতন বৃদ্ধিতে গুরুত্ব দেব।”

ছুটির সময়টিকে শুধুই অবসর হিসেবে না দেখে শিক্ষার্থীদের উন্নয়নের জন্য কাজে লাগানো দরকার বলেও মত দেন তিনি। বিষয়টি নিয়ে বিস্তারিত পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, “ছুটির সময়ে কীভাবে শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণের সুযোগ তৈরি করা যায়, তা নিয়ে আমাদের ভাবনা চলছে। বিষয়টি অনেক বিস্তৃত।”

শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে এই ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন

গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষার্থীদের জন্য কর্মমুখী প্রশিক্ষণ চালুর ঘোষণা তারেক রহমানের

আপডেট সময় ০৮:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

 

গ্রীষ্মকালীন ছুটির সময় স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য ‘কর্মমুখী শিক্ষার কোর্স’ চালু করার পরিকল্পনার কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার বিকেলে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা বিএনপি আয়োজিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বিষয়ক এক ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি জানান, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী ও জীবনঘনিষ্ঠ শিক্ষার দিকে নিয়ে যাওয়া প্রয়োজন। গ্রীষ্মকালীন ছুটির সময়টিকে উপযুক্ত কাজে লাগাতে কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তারেক রহমান বলেন, “স্কুল-কলেজে সামার ভ্যাকেশন আমরা দু’ভাগে ভাগ করতে পারি। পুরো ছুটি কাটিয়ে দেওয়ার পরিবর্তে কিছু সময় প্রশিক্ষণের জন্য ব্যয় করলে শিক্ষার্থীরা উপকৃত হবে। যদিও এতে তারা প্রথমে অখুশি হতে পারে, তবুও এটি তাদের ভবিষ্যতের জন্য সহায়ক হবে।”

তিনি মনে করেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলি দিয়ে গড়ে তুলতে হবে। এজন্য তিনি স্কাউট, বিএনসিসি এবং ‘নলেজ বেইজড’ শিক্ষা কার্যক্রমকে আবারও বাধ্যতামূলক করার কথা বলেন।

তারেক রহমান বলেন, “স্কুলে আগে স্কাউট ও বিএনসিসি ছিল। এর ফলে শিক্ষার্থীরা শৃঙ্খলার মধ্যে থাকত। জাতির ভবিষ্যৎ যারা, তাদের ডিসিপ্লিনে আনতে পারলে দেশও সামনে এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “আমাদের যদি ভবিষ্যতে জনগণের সমর্থনে সরকার গঠনের সুযোগ হয়, তাহলে আমরা এই কার্যক্রমগুলো পুরোদমে চালু করব। স্কুল-কলেজে শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, বাস্তব জীবনের দক্ষতাও অর্জনের সুযোগ দিতে হবে।”

প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “প্রাথমিক স্তরেই শিক্ষার্থীদের মজবুত ভিত্তি তৈরি করতে হবে। কিন্তু শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, তা মোটেও যথাযথ নয়। আমরা শিক্ষকদের বেতন বৃদ্ধিতে গুরুত্ব দেব।”

ছুটির সময়টিকে শুধুই অবসর হিসেবে না দেখে শিক্ষার্থীদের উন্নয়নের জন্য কাজে লাগানো দরকার বলেও মত দেন তিনি। বিষয়টি নিয়ে বিস্তারিত পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, “ছুটির সময়ে কীভাবে শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণের সুযোগ তৈরি করা যায়, তা নিয়ে আমাদের ভাবনা চলছে। বিষয়টি অনেক বিস্তৃত।”

শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে এই ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।