আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

- আপডেট সময় ০১:২৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সিটি কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
গতকাল সোমবারও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমাম হোসেন রাইজিংবিডিকে বলেন, “সিটি কলেজের শিক্ষার্থীরা আগে ঢাকা কলেজে শিক্ষার্থীদের মারধর করেছে। এই ঘটনার জেরে আজকের এই ঘটনা। আমরা কলেজে আসি লেখাপড়া করতে । মারামারি করতে চাই না। কিন্তু কেউ যদি আগে এসে আমাদের বন্ধুদেরকে আহত করে তাহলে আমরাও ছাড় দেবো না।