ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাতিয়ায় বিস্তীর্ণ জনপদ প্লাবিত আওয়ামীলীগের চৌদ্দগোষ্ঠীরও ক্ষমতা হবে না আমাদের কেনার : তাজুল ইসলাম মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ-বাড়িঘর ভাঙচুর, ১৪৪ ধারা জারি ফিলিস্তিন সংকট নিয়ে সম্মেলনে,যুক্তরাষ্ট্রে গেছেন পররাষ্ট্র উপদেষ্টা সনদের প্রাথমিক খসড়া কমিশন তৈরি করেছে সোমবার দলগুলো হাতে পাবে : আলী রীয়াজ নোয়াখালীর এক পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার ট্রাম্প ও ইব্রাহিমের প্রস্তাবে সম্মত হলেও কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে মৃত্যু থামছে না সমাজে ছেয়ে গেছে সন্ত্রাস : নাহিদ ইসলাম বার বার ভাঙনে অস্থিত্ব সংকটে অনেক রাজনৈতিক দল ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার অস্ত্রবিরতির আলোচনা

কারিগরি শিক্ষার্থীদের রেল অবরোধে শিথিলতা, শিক্ষা উপদেষ্টার বৈঠকের পর নতুন সিদ্ধান্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 33

ছবি সংগৃহীত

 

শিক্ষা উপদেষ্টার আহ্বান ও প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপে অবশেষে আলোচনায় বসতে যাচ্ছে আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীতে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’।

গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আজকের বৈঠকে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৈঠক চলাকালীন সময় দেশের কোথাও রেলপথ অবরোধ কর্মসূচি চালু থাকবে না, অর্থাৎ তা সাময়িকভাবে শিথিল থাকবে। বৈঠকের ফলাফলের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

জানা গেছে, শিক্ষার্থীদের চলমান দাবিদাওয়া এবং ঘটমান পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, এর আগে বুধবার সকাল ১০টা থেকে সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধে অংশ নেয়। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সৃষ্টি হয় তীব্র যানজট। কুমিল্লায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৫ জন শিক্ষার্থী আহত হন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ঘটনার পর দিনগত রাতে এক ভিডিও বার্তায় আন্দোলনের রেল অবরোধ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। যদিও রাতেই এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার সকাল থেকে রেল অবরোধ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছিল। পরবর্তীতে উর্ধ্বতন মহলের হস্তক্ষেপে শিক্ষার্থীরা আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়।

‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার মাধ্যমে একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধানের পথ তৈরির আশায় আজকের বৈঠকে অংশ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, আজকের বৈঠকে যদি কার্যকর সিদ্ধান্ত আসে, তাহলে আন্দোলনের নতুন দিকনির্দেশনা দেওয়া হবে এবং এর ভিত্তিতেই দেশের সকল পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাব্যবস্থা স্বাভাবিক হতে পারে।

এদিকে শিক্ষার্থী ও অভিভাবক মহলে স্বস্তির নিঃশ্বাস পড়েছে আলোচনায় বসার সিদ্ধান্তে। অনেকেই আশা করছেন, সরকার ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যকার এই সংলাপ সফলভাবে একটি ইতিবাচক সমাধানের দিকে এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

কারিগরি শিক্ষার্থীদের রেল অবরোধে শিথিলতা, শিক্ষা উপদেষ্টার বৈঠকের পর নতুন সিদ্ধান্ত

আপডেট সময় ১০:৪১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

 

শিক্ষা উপদেষ্টার আহ্বান ও প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপে অবশেষে আলোচনায় বসতে যাচ্ছে আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীতে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’।

গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আজকের বৈঠকে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৈঠক চলাকালীন সময় দেশের কোথাও রেলপথ অবরোধ কর্মসূচি চালু থাকবে না, অর্থাৎ তা সাময়িকভাবে শিথিল থাকবে। বৈঠকের ফলাফলের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

জানা গেছে, শিক্ষার্থীদের চলমান দাবিদাওয়া এবং ঘটমান পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, এর আগে বুধবার সকাল ১০টা থেকে সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধে অংশ নেয়। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সৃষ্টি হয় তীব্র যানজট। কুমিল্লায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৫ জন শিক্ষার্থী আহত হন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ঘটনার পর দিনগত রাতে এক ভিডিও বার্তায় আন্দোলনের রেল অবরোধ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। যদিও রাতেই এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার সকাল থেকে রেল অবরোধ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছিল। পরবর্তীতে উর্ধ্বতন মহলের হস্তক্ষেপে শিক্ষার্থীরা আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়।

‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার মাধ্যমে একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধানের পথ তৈরির আশায় আজকের বৈঠকে অংশ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, আজকের বৈঠকে যদি কার্যকর সিদ্ধান্ত আসে, তাহলে আন্দোলনের নতুন দিকনির্দেশনা দেওয়া হবে এবং এর ভিত্তিতেই দেশের সকল পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাব্যবস্থা স্বাভাবিক হতে পারে।

এদিকে শিক্ষার্থী ও অভিভাবক মহলে স্বস্তির নিঃশ্বাস পড়েছে আলোচনায় বসার সিদ্ধান্তে। অনেকেই আশা করছেন, সরকার ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যকার এই সংলাপ সফলভাবে একটি ইতিবাচক সমাধানের দিকে এগিয়ে যাবে।