ইসরায়েলের জাতীয় সংগীতের ‘সুর চুরি’ বিতর্কে আনু মালিক!
টোকিও অলিম্পিকের জিমন্যাস্টিক বিভাগে ইসরায়েলের ওর্টেম ডোলগোপ্যাট সোনা জিতে ইতিহাস গড়েন। এটি ইসরায়েলের দ্বিতীয়বারের মতো এই বিভাগে স্বর্ণজয়। পদক প্রদানের সময় বাজানো হয় ইসরায়েলের জাতীয় সংগীত ‘হাতিকভা’। তবে, এই সুর ভারতীয় দর্শকদের মনে করিয়ে দেয় বলিউড সিনেমা দিলজ্বলে-এর গান মেরা মুল্ক মেরা দেশ-এর সুর।
এই মিল নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় দুটি সুরের তুলনা, আর সমালোচনার ঝড় ওঠে বলিউডের নামী সুরকার আনু মালিকের বিরুদ্ধে। অনেকেই অভিযোগ করেন, আনু মালিক ‘হাতিকভা’র সুর ব্যবহার করে গান তৈরি করেছেন। এমনকি তাঁকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে মন্তব্য করা হয়েছে। সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্টও করা হয়। এটি প্রথমবার নয়, আনু মালিকের বিরুদ্ধে সুর চুরির অভিযোগ নতুন কিছু নয়। ‘দিল মেরা চুরায়া কিঁউ’ থেকে শুরু করে ‘নিঁদ চুরায়ি মেরি কিসনে’, এমনকি কহো না কহো গানও চুরির তালিকায় রয়েছে বলে অভিযোগ ওঠে।