ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে ভারতের কোচ হওয়ার ইচ্ছা জানালেন জাভি হার্নান্দেজ ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক “মিরপুরের উইকেট নিয়ে লিটনের ভিন্ন সুর” আগামী আগস্ট থেকে সিরিয়ায় গ্যাস সরবরাহ করবে আজারবাইজান, তুরস্ক হবে ট্রানজিট পথ তুরস্কের ইউরোফাইটার চুক্তিতে অস্বস্তিতে ইসরায়েল: “গেমচেঞ্জার না হলেও মাথাব্যথা” ওমান সাগরে উত্তেজনা: ইরানি হেলিকপ্টারের হুঁশিয়ারিতে পথ বদলালো মার্কিন যুদ্ধজাহাজ বাগেরহাটে লোকালয়ে ঢুকে পড়া বিশাল অজগর উদ্ধার গাজায় যুদ্ধবিরতির আহ্বান, ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিলেন ম্যাক্রোঁ থানার ভেতরে ছুরিকাঘাত, গাইবান্ধার এএসআই গুরুতর আহত”

বিপিএলের পর পিএসএলেও বাজিমাত পাকিস্তানি অলরাউন্ডারের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / 45

ছবি সংগৃহীত

 

বিপিএলে দারুণ পারফরম্যান্স দিয়ে যেন নিজের ক্যারিয়ার নতুন করে জাগিয়ে তুলেছেন খুশদিল শাহ। জাতীয় দলের বিবেচনা থেকে কিছুটা ছিটকে পড়েছিলেন তিনি, ফর্মহীনতার কারণে। কিন্তু ২০২৫ সালের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সে আবারও আলোচনায় আসেন। ১০ ম্যাচে ২৯৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৭টি উইকেট—ক্রিকইনফোর মতে, এবারের বিপিএলের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় ছিলেন তিনি।

এই পারফরম্যান্সের পর আবার ডাক পান পাকিস্তান জাতীয় দলে। ফিরেই আস্থার প্রতিদান দেন। এবার পিএসএলেও রেখে চলেছেন নিজস্ব ছাপ। আসরের প্রথম ম্যাচেই নিজের নাম লিখিয়েছেন রেকর্ডবুকে।

মুলতান সুলতানসের বিপক্ষে ২৩৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩৭ বলে খেলেন ৬০ রানের এক দারুণ ইনিংস। পিএসএল ইতিহাসে সফল রান তাড়ায় ৬ নম্বর কিংবা তার নিচে ব্যাট করে এত রান করার নজির ছিল না—এটাই এখন নতুন রেকর্ড। এই তালিকায় পেছনে ফেলেছেন ক্যারিবীয় দুই পাওয়ার হিটার শেরফেইন রাদারফোর্ড এবং কাইরন পোলার্ডকে।

রাদারফোর্ড ২০২৪ সালে করাচি কিংসের বিপক্ষে অপরাজিত ৫৮ রান করে দলকে জিতিয়েছিলেন। একই বছর পোলার্ড লাহোর কালান্দার্সের বিপক্ষে তাড়া করতে গিয়ে করেছিলেন ৫৮। আর খুশদিল এবার মুলতানের বিপক্ষে করে বসেছেন ৬০। এই ইনিংসেই তার দল ম্যাচ জেতে ৪ উইকেটে।

অন্যদিকে, এই ম্যাচ একটি অস্বস্তিকর রেকর্ডও এনে দিয়েছে মুলতান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের জন্য। পিএসএল ইতিহাসে এখন পর্যন্ত তিনবার তার নেতৃত্বাধীন দল ২০০’র বেশি রান করেও ম্যাচ হেরেছে। কোনো পিএসএল অধিনায়কই এমন বিব্রতকর পরিণতির মুখোমুখি হননি আগে।

সব মিলিয়ে, বিপিএল দিয়ে শুরু করে পিএসএল পর্যন্ত—খুশদিল শাহ নিজের হারিয়ে যাওয়া অবস্থানটি ফিরে পাওয়ার সংকেত দিচ্ছেন জোরালোভাবেই।

 

নিউজটি শেয়ার করুন

বিপিএলের পর পিএসএলেও বাজিমাত পাকিস্তানি অলরাউন্ডারের

আপডেট সময় ০৬:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

 

বিপিএলে দারুণ পারফরম্যান্স দিয়ে যেন নিজের ক্যারিয়ার নতুন করে জাগিয়ে তুলেছেন খুশদিল শাহ। জাতীয় দলের বিবেচনা থেকে কিছুটা ছিটকে পড়েছিলেন তিনি, ফর্মহীনতার কারণে। কিন্তু ২০২৫ সালের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সে আবারও আলোচনায় আসেন। ১০ ম্যাচে ২৯৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৭টি উইকেট—ক্রিকইনফোর মতে, এবারের বিপিএলের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় ছিলেন তিনি।

এই পারফরম্যান্সের পর আবার ডাক পান পাকিস্তান জাতীয় দলে। ফিরেই আস্থার প্রতিদান দেন। এবার পিএসএলেও রেখে চলেছেন নিজস্ব ছাপ। আসরের প্রথম ম্যাচেই নিজের নাম লিখিয়েছেন রেকর্ডবুকে।

মুলতান সুলতানসের বিপক্ষে ২৩৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩৭ বলে খেলেন ৬০ রানের এক দারুণ ইনিংস। পিএসএল ইতিহাসে সফল রান তাড়ায় ৬ নম্বর কিংবা তার নিচে ব্যাট করে এত রান করার নজির ছিল না—এটাই এখন নতুন রেকর্ড। এই তালিকায় পেছনে ফেলেছেন ক্যারিবীয় দুই পাওয়ার হিটার শেরফেইন রাদারফোর্ড এবং কাইরন পোলার্ডকে।

রাদারফোর্ড ২০২৪ সালে করাচি কিংসের বিপক্ষে অপরাজিত ৫৮ রান করে দলকে জিতিয়েছিলেন। একই বছর পোলার্ড লাহোর কালান্দার্সের বিপক্ষে তাড়া করতে গিয়ে করেছিলেন ৫৮। আর খুশদিল এবার মুলতানের বিপক্ষে করে বসেছেন ৬০। এই ইনিংসেই তার দল ম্যাচ জেতে ৪ উইকেটে।

অন্যদিকে, এই ম্যাচ একটি অস্বস্তিকর রেকর্ডও এনে দিয়েছে মুলতান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের জন্য। পিএসএল ইতিহাসে এখন পর্যন্ত তিনবার তার নেতৃত্বাধীন দল ২০০’র বেশি রান করেও ম্যাচ হেরেছে। কোনো পিএসএল অধিনায়কই এমন বিব্রতকর পরিণতির মুখোমুখি হননি আগে।

সব মিলিয়ে, বিপিএল দিয়ে শুরু করে পিএসএল পর্যন্ত—খুশদিল শাহ নিজের হারিয়ে যাওয়া অবস্থানটি ফিরে পাওয়ার সংকেত দিচ্ছেন জোরালোভাবেই।