ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গা/জা/য় অনির্দিষ্টকাল সেনা রাখার ঘোষণা ই*স*রা*য়ে*লের মানুষের ঢলে মুখরিত ৪০০ বছরের প্রাচীন কুলিকুন্ডার শুঁটকি মেলা দাবি আদায়ে দেশজুড়ে অবরোধ কর্মসূচি ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর ব্যবস্থা : হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার ই*স*রা*য়ে*লের ভয়াবহ হামলা গা/জা/য় আরো ২৫ ফিলিস্তিনি নিহত দেশীয় মাছের সুরক্ষা ও উৎপাদন বাড়াতে জোর দিলেন মৎস্য উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা শেষ পর্যায়ে পৌঁছেছে: প্রসিকিউটর আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তহবিল বন্ধের প্রস্তাব দিল ট্রাম্প প্রশাসন 

বিপিএলের পর পিএসএলেও বাজিমাত পাকিস্তানি অলরাউন্ডারের

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

বিপিএলে দারুণ পারফরম্যান্স দিয়ে যেন নিজের ক্যারিয়ার নতুন করে জাগিয়ে তুলেছেন খুশদিল শাহ। জাতীয় দলের বিবেচনা থেকে কিছুটা ছিটকে পড়েছিলেন তিনি, ফর্মহীনতার কারণে। কিন্তু ২০২৫ সালের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সে আবারও আলোচনায় আসেন। ১০ ম্যাচে ২৯৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৭টি উইকেট—ক্রিকইনফোর মতে, এবারের বিপিএলের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় ছিলেন তিনি।

এই পারফরম্যান্সের পর আবার ডাক পান পাকিস্তান জাতীয় দলে। ফিরেই আস্থার প্রতিদান দেন। এবার পিএসএলেও রেখে চলেছেন নিজস্ব ছাপ। আসরের প্রথম ম্যাচেই নিজের নাম লিখিয়েছেন রেকর্ডবুকে।

মুলতান সুলতানসের বিপক্ষে ২৩৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩৭ বলে খেলেন ৬০ রানের এক দারুণ ইনিংস। পিএসএল ইতিহাসে সফল রান তাড়ায় ৬ নম্বর কিংবা তার নিচে ব্যাট করে এত রান করার নজির ছিল না—এটাই এখন নতুন রেকর্ড। এই তালিকায় পেছনে ফেলেছেন ক্যারিবীয় দুই পাওয়ার হিটার শেরফেইন রাদারফোর্ড এবং কাইরন পোলার্ডকে।

রাদারফোর্ড ২০২৪ সালে করাচি কিংসের বিপক্ষে অপরাজিত ৫৮ রান করে দলকে জিতিয়েছিলেন। একই বছর পোলার্ড লাহোর কালান্দার্সের বিপক্ষে তাড়া করতে গিয়ে করেছিলেন ৫৮। আর খুশদিল এবার মুলতানের বিপক্ষে করে বসেছেন ৬০। এই ইনিংসেই তার দল ম্যাচ জেতে ৪ উইকেটে।

অন্যদিকে, এই ম্যাচ একটি অস্বস্তিকর রেকর্ডও এনে দিয়েছে মুলতান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের জন্য। পিএসএল ইতিহাসে এখন পর্যন্ত তিনবার তার নেতৃত্বাধীন দল ২০০’র বেশি রান করেও ম্যাচ হেরেছে। কোনো পিএসএল অধিনায়কই এমন বিব্রতকর পরিণতির মুখোমুখি হননি আগে।

সব মিলিয়ে, বিপিএল দিয়ে শুরু করে পিএসএল পর্যন্ত—খুশদিল শাহ নিজের হারিয়ে যাওয়া অবস্থানটি ফিরে পাওয়ার সংকেত দিচ্ছেন জোরালোভাবেই।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
৫০৮ বার পড়া হয়েছে

বিপিএলের পর পিএসএলেও বাজিমাত পাকিস্তানি অলরাউন্ডারের

আপডেট সময় ০৬:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

 

বিপিএলে দারুণ পারফরম্যান্স দিয়ে যেন নিজের ক্যারিয়ার নতুন করে জাগিয়ে তুলেছেন খুশদিল শাহ। জাতীয় দলের বিবেচনা থেকে কিছুটা ছিটকে পড়েছিলেন তিনি, ফর্মহীনতার কারণে। কিন্তু ২০২৫ সালের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সে আবারও আলোচনায় আসেন। ১০ ম্যাচে ২৯৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৭টি উইকেট—ক্রিকইনফোর মতে, এবারের বিপিএলের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় ছিলেন তিনি।

এই পারফরম্যান্সের পর আবার ডাক পান পাকিস্তান জাতীয় দলে। ফিরেই আস্থার প্রতিদান দেন। এবার পিএসএলেও রেখে চলেছেন নিজস্ব ছাপ। আসরের প্রথম ম্যাচেই নিজের নাম লিখিয়েছেন রেকর্ডবুকে।

মুলতান সুলতানসের বিপক্ষে ২৩৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩৭ বলে খেলেন ৬০ রানের এক দারুণ ইনিংস। পিএসএল ইতিহাসে সফল রান তাড়ায় ৬ নম্বর কিংবা তার নিচে ব্যাট করে এত রান করার নজির ছিল না—এটাই এখন নতুন রেকর্ড। এই তালিকায় পেছনে ফেলেছেন ক্যারিবীয় দুই পাওয়ার হিটার শেরফেইন রাদারফোর্ড এবং কাইরন পোলার্ডকে।

রাদারফোর্ড ২০২৪ সালে করাচি কিংসের বিপক্ষে অপরাজিত ৫৮ রান করে দলকে জিতিয়েছিলেন। একই বছর পোলার্ড লাহোর কালান্দার্সের বিপক্ষে তাড়া করতে গিয়ে করেছিলেন ৫৮। আর খুশদিল এবার মুলতানের বিপক্ষে করে বসেছেন ৬০। এই ইনিংসেই তার দল ম্যাচ জেতে ৪ উইকেটে।

অন্যদিকে, এই ম্যাচ একটি অস্বস্তিকর রেকর্ডও এনে দিয়েছে মুলতান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের জন্য। পিএসএল ইতিহাসে এখন পর্যন্ত তিনবার তার নেতৃত্বাধীন দল ২০০’র বেশি রান করেও ম্যাচ হেরেছে। কোনো পিএসএল অধিনায়কই এমন বিব্রতকর পরিণতির মুখোমুখি হননি আগে।

সব মিলিয়ে, বিপিএল দিয়ে শুরু করে পিএসএল পর্যন্ত—খুশদিল শাহ নিজের হারিয়ে যাওয়া অবস্থানটি ফিরে পাওয়ার সংকেত দিচ্ছেন জোরালোভাবেই।