ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫৩ কুরবানির জন্য দেশীয় গবাদিপশু যথেষ্ট, আমদানির প্রয়োজন নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা চিন্ময় দাসের জামিন বাতিলের দাবিতে এনসিপির বিক্ষোভ মোহাম্মদপুরে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩০ এনায়েত উল্লাহ ও পরিবারের ১৯০টি যানবাহন জব্দের নির্দেশ তুরস্ক-সিরিয়া বিদ্যুৎ ও গ্যাস সংযোগে নতুন চুক্তির উদ্যোগ ইসরায়েলের প্রধান বিমানবন্দরের কাছে হুতির ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৬ বাংলাদেশিদের ভিজিট ভিসা দিচ্ছে আমিরাত মায়ানমারের গৃহযুদ্ধ রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় বাধা : পররাষ্ট্র উপদেষ্টা উর্দু ডাবিংয়ে এবার পাকিস্তানে মুক্তি পাচ্ছে সিয়াম-বুবলীর ‘জংলি’

শান্তির পথে বাংলাদেশ: বিনিয়োগে সম্ভাবনার দুয়ার খুলছে: চরমোনাই পীর 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 17

 

বাংলাদেশ একটি শান্তিপূর্ণ, ধর্মভিত্তিক মূল্যবোধে গঠিত দেশ এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, “এ দেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়। সততা, দায়িত্ববোধ ও নৈতিকতার পাঠ আমরা পেয়েছি ধর্ম থেকেই।”

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক নিয়মিত বৈঠকে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন অনেক বেশি স্থিতিশীল। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া আগের চেয়ে অনেক উন্নত, যা দেশকে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ উপহার দিয়েছে।

বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, “আমরা আপনাদের স্বাগত জানাই। ইসলাম সৎ ব্যবসাকে উৎসাহিত করে। রাসুলুল্লাহ (সা.) নিজেও একজন সফল ব্যবসায়ী ছিলেন। একজন আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দীক ও শহীদদের সঙ্গে থাকবেন এই শিক্ষা থেকেই আমরা ব্যবসা ও বিনিয়োগকে সম্মান করি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ আজ একটি সংস্কারধারায় প্রবেশ করেছে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা একটি উন্নত, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছি। স্বৈরতন্ত্রের আর কোনো ঠাঁই এই ভূখণ্ডে নেই এবং জাতি হিসেবে আমরা সে প্রতিশ্রুতি দৃঢ়ভাবে ধারণ করি।”

চরমোনাই পীর বলেন, “ইসলামপন্থীরা দেশে শান্তিপূর্ণভাবে কাজ করছে। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়, বরং নৈতিকতা ও কল্যাণের পথ হিসেবে দেখছে। বিচ্ছিন্ন কোনো ঘটনা দিয়ে বাংলাদেশকে বিচার করলে ভুল হবে। আমাদের দেখে যাবে একটি প্রগতিশীল, শান্তিপ্রিয়, কর্মঠ জনগণের দেশ হিসেবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমাদ আব্দুল কাইউমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক নেতৃত্বের এমন ইতিবাচক বার্তা দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আশার সঞ্চার করবে, যা দেশের অর্থনীতিকে আরও দৃঢ় ভিত্তি দেবে।

নিউজটি শেয়ার করুন

শান্তির পথে বাংলাদেশ: বিনিয়োগে সম্ভাবনার দুয়ার খুলছে: চরমোনাই পীর 

আপডেট সময় ১১:৩৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

 

বাংলাদেশ একটি শান্তিপূর্ণ, ধর্মভিত্তিক মূল্যবোধে গঠিত দেশ এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, “এ দেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়। সততা, দায়িত্ববোধ ও নৈতিকতার পাঠ আমরা পেয়েছি ধর্ম থেকেই।”

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক নিয়মিত বৈঠকে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন অনেক বেশি স্থিতিশীল। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া আগের চেয়ে অনেক উন্নত, যা দেশকে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ উপহার দিয়েছে।

বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, “আমরা আপনাদের স্বাগত জানাই। ইসলাম সৎ ব্যবসাকে উৎসাহিত করে। রাসুলুল্লাহ (সা.) নিজেও একজন সফল ব্যবসায়ী ছিলেন। একজন আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দীক ও শহীদদের সঙ্গে থাকবেন এই শিক্ষা থেকেই আমরা ব্যবসা ও বিনিয়োগকে সম্মান করি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ আজ একটি সংস্কারধারায় প্রবেশ করেছে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা একটি উন্নত, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছি। স্বৈরতন্ত্রের আর কোনো ঠাঁই এই ভূখণ্ডে নেই এবং জাতি হিসেবে আমরা সে প্রতিশ্রুতি দৃঢ়ভাবে ধারণ করি।”

চরমোনাই পীর বলেন, “ইসলামপন্থীরা দেশে শান্তিপূর্ণভাবে কাজ করছে। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়, বরং নৈতিকতা ও কল্যাণের পথ হিসেবে দেখছে। বিচ্ছিন্ন কোনো ঘটনা দিয়ে বাংলাদেশকে বিচার করলে ভুল হবে। আমাদের দেখে যাবে একটি প্রগতিশীল, শান্তিপ্রিয়, কর্মঠ জনগণের দেশ হিসেবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমাদ আব্দুল কাইউমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক নেতৃত্বের এমন ইতিবাচক বার্তা দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আশার সঞ্চার করবে, যা দেশের অর্থনীতিকে আরও দৃঢ় ভিত্তি দেবে।