ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গা/জা/য় অনির্দিষ্টকাল সেনা রাখার ঘোষণা ই*স*রা*য়ে*লের মানুষের ঢলে মুখরিত ৪০০ বছরের প্রাচীন কুলিকুন্ডার শুঁটকি মেলা দাবি আদায়ে দেশজুড়ে অবরোধ কর্মসূচি ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর ব্যবস্থা : হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার ই*স*রা*য়ে*লের ভয়াবহ হামলা গা/জা/য় আরো ২৫ ফিলিস্তিনি নিহত দেশীয় মাছের সুরক্ষা ও উৎপাদন বাড়াতে জোর দিলেন মৎস্য উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা শেষ পর্যায়ে পৌঁছেছে: প্রসিকিউটর আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তহবিল বন্ধের প্রস্তাব দিল ট্রাম্প প্রশাসন 

গাজা গণহত্যার প্রতিবাদে সহিংসতায় দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ৪৯ জন: প্রেস সচিব

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশব্যাপী সংঘটিত সহিংস বিক্ষোভের ঘটনায় অন্তত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় দুটি মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, সোমবার দেশের কয়েকটি শহরে বিক্ষোভ চলাকালে কিছু ব্যক্তি আইনশৃঙ্খলা ভঙ্গ করে দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এসব ঘটনায় পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিতকারী এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনকারী এসব কর্মকাণ্ড কোনভাবেই বরদাস্ত করা হবে না।

তিনি আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ইতোমধ্যে জড়িতদের শনাক্ত করে অভিযান চালানো হয়েছে এবং ৪৯ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভ চলাকালে ধারণকৃত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আরও অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে অতিরিক্ত মামলার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

গত রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং সন্দেহভাজনদের আটক করা হয়েছে। তিনি বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর এ তৎপরতা চলমান থাকবে যতক্ষণ না সকল দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনা যায়।”

জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, “যাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য রয়েছে, তারা যেন পুলিশকে তা জানিয়ে তদন্তে সহযোগিতা করেন। দেশ ও জনগণের স্বার্থে আমাদের সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

তিনি স্পষ্টভাবে জানান, কোনো ব্যক্তি বা গোষ্ঠী জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না। যারা সহিংসতা ও ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ঘটনার পর সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও নিশ্চিত করেন প্রেস সচিব।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
৫২৫ বার পড়া হয়েছে

গাজা গণহত্যার প্রতিবাদে সহিংসতায় দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ৪৯ জন: প্রেস সচিব

আপডেট সময় ০১:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

 

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশব্যাপী সংঘটিত সহিংস বিক্ষোভের ঘটনায় অন্তত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় দুটি মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, সোমবার দেশের কয়েকটি শহরে বিক্ষোভ চলাকালে কিছু ব্যক্তি আইনশৃঙ্খলা ভঙ্গ করে দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এসব ঘটনায় পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিতকারী এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনকারী এসব কর্মকাণ্ড কোনভাবেই বরদাস্ত করা হবে না।

তিনি আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ইতোমধ্যে জড়িতদের শনাক্ত করে অভিযান চালানো হয়েছে এবং ৪৯ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভ চলাকালে ধারণকৃত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আরও অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে অতিরিক্ত মামলার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

গত রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং সন্দেহভাজনদের আটক করা হয়েছে। তিনি বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর এ তৎপরতা চলমান থাকবে যতক্ষণ না সকল দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনা যায়।”

জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, “যাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য রয়েছে, তারা যেন পুলিশকে তা জানিয়ে তদন্তে সহযোগিতা করেন। দেশ ও জনগণের স্বার্থে আমাদের সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

তিনি স্পষ্টভাবে জানান, কোনো ব্যক্তি বা গোষ্ঠী জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না। যারা সহিংসতা ও ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ঘটনার পর সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও নিশ্চিত করেন প্রেস সচিব।