০১:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

সিলেটে ফিলিস্তিন সংহতি মিছিল ঘিরে ভাঙচুর-লুটপাট, আটক ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 125

ছবি সংগৃহীত

 

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ঘিরে সিলেটে ছড়িয়ে পড়ে উত্তেজনা। মিছিল থেকে ছড়িয়ে পড়া একদল উচ্ছৃঙ্খল জনতা নগরীর একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায়। ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ১০ জনকে আটক করেছে।

রোববার (৭ এপ্রিল) রাতভর এ অভিযান পরিচালনা করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা। পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে।

বিজ্ঞাপন

আটকরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া এলাকার মো. রাজন, হাছানগরের ইমন (বর্তমানে সিলেট শহরের কাজীটুলা এলাকার বাসিন্দা) এবং একই এলাকার দ্বীন ইসলামের ছেলে মো. রাকিব।

বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি বলেন, “গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও ধর্মপ্রাণ মুসলমানরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। সিলেট নগরীতেও শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভ হয়। তবে এ সময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি শহরের কেএফসি, বাটা, ইউনিমার্টসহ একাধিক দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়।”

তিনি আরও বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।”

ওসি জানান, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলা-লুটপাটে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে কেউ পার না পায়।”

এদিকে ঘটনাটি নিয়ে শহরে ব্যাপক আলোচনা চলছে। সচেতন নাগরিকরা বলছেন, গাজায় বর্বরতা অবশ্যই নিন্দনীয়, কিন্তু সেই প্রতিবাদে জনমনে আতঙ্ক সৃষ্টি করে লুটপাটের ঘটনাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। শান্তিপূর্ণ আন্দোলনের বাইরে গিয়ে সহিংসতায় জড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

নিউজটি শেয়ার করুন

সিলেটে ফিলিস্তিন সংহতি মিছিল ঘিরে ভাঙচুর-লুটপাট, আটক ১০

আপডেট সময় ১০:৫৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

 

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ঘিরে সিলেটে ছড়িয়ে পড়ে উত্তেজনা। মিছিল থেকে ছড়িয়ে পড়া একদল উচ্ছৃঙ্খল জনতা নগরীর একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায়। ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ১০ জনকে আটক করেছে।

রোববার (৭ এপ্রিল) রাতভর এ অভিযান পরিচালনা করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা। পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে।

বিজ্ঞাপন

আটকরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া এলাকার মো. রাজন, হাছানগরের ইমন (বর্তমানে সিলেট শহরের কাজীটুলা এলাকার বাসিন্দা) এবং একই এলাকার দ্বীন ইসলামের ছেলে মো. রাকিব।

বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি বলেন, “গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও ধর্মপ্রাণ মুসলমানরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। সিলেট নগরীতেও শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভ হয়। তবে এ সময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি শহরের কেএফসি, বাটা, ইউনিমার্টসহ একাধিক দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়।”

তিনি আরও বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।”

ওসি জানান, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলা-লুটপাটে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে কেউ পার না পায়।”

এদিকে ঘটনাটি নিয়ে শহরে ব্যাপক আলোচনা চলছে। সচেতন নাগরিকরা বলছেন, গাজায় বর্বরতা অবশ্যই নিন্দনীয়, কিন্তু সেই প্রতিবাদে জনমনে আতঙ্ক সৃষ্টি করে লুটপাটের ঘটনাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। শান্তিপূর্ণ আন্দোলনের বাইরে গিয়ে সহিংসতায় জড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।