১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

মঞ্চে ফিরেই মেসির ম্যাজিকাল গোল, ড্র নিয়েই সন্তুষ্ট মায়ামি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 58

ছবি সংগৃহীত

 

লিওনেল মেসি খেলবেন কি না, তা নিয়ে আগে থেকেই ধোঁয়াশা তৈরি করেছিলেন হাভিয়ের মাচেরানো। সামনেই গুরুত্বপূর্ণ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল, তার আগে মেসিকে নিয়ে ধোঁয়াশা রাখাটাই স্বাভাবিক ছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বাংলাদেশ সময় সকালে টরন্টো এফসির বিপক্ষে মাঠে নামলেন মেসি। শুধু মাঠেই নামেননি, বরাবরের মতো আলো ছড়িয়েছেন গোল করেও।

মেজর লিগ সকারে (এমএলএস) চেজ স্টেডিয়ামে ইন্টার মায়ামি বনাম টরন্টো ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচে একে একে হয় দুই গোল। দ্বিতীয় মিনিটে মায়ামির রক্ষণভাগের গড়বড়ের সুযোগ নিয়ে বল জালে পাঠান টরন্টোর ফেদেরিকো বের্নারদেস্কি। তবে সেই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি।

বিজ্ঞাপন

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মেসি দেখালেন কেন তিনি বিশেষ। বক্সের মাথায় বল পেয়ে প্রথমে ডান পায়ে থামালেন, এরপর বাঁ পায়ের ভলিতে বল জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান। এটি ছিল তার এবারের এমএলএস মৌসুমে চার ম্যাচে তৃতীয় গোল। আর মায়ামিতে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ৪৪তম গোল। পেশাদার ক্যারিয়ারে মেসির গোলসংখ্যা এখন দাঁড়াল ৮৫৬টিতে।

দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল আসেনি। ফলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এ ড্রয়ের ফলে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ইন্টার মায়ামি এখন ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে রয়েছে কলম্বাস ক্রু, তাদের পয়েন্ট ১৫। বিপরীতে, টরন্টো এখনো জয়হীন থেকে ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ১৪ নম্বরে।

এখন মায়ামির সামনে বড় চ্যালেঞ্জ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ। প্রথম লেগে লস অ্যাঞ্জেলেসের কাছে ১-০ গোলে হারের পর ঘুরে দাঁড়াতে হলে, এবার মেসিকেই হতে হবে মূল ভরসা।

নিউজটি শেয়ার করুন

মঞ্চে ফিরেই মেসির ম্যাজিকাল গোল, ড্র নিয়েই সন্তুষ্ট মায়ামি

আপডেট সময় ০১:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

 

লিওনেল মেসি খেলবেন কি না, তা নিয়ে আগে থেকেই ধোঁয়াশা তৈরি করেছিলেন হাভিয়ের মাচেরানো। সামনেই গুরুত্বপূর্ণ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল, তার আগে মেসিকে নিয়ে ধোঁয়াশা রাখাটাই স্বাভাবিক ছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বাংলাদেশ সময় সকালে টরন্টো এফসির বিপক্ষে মাঠে নামলেন মেসি। শুধু মাঠেই নামেননি, বরাবরের মতো আলো ছড়িয়েছেন গোল করেও।

মেজর লিগ সকারে (এমএলএস) চেজ স্টেডিয়ামে ইন্টার মায়ামি বনাম টরন্টো ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচে একে একে হয় দুই গোল। দ্বিতীয় মিনিটে মায়ামির রক্ষণভাগের গড়বড়ের সুযোগ নিয়ে বল জালে পাঠান টরন্টোর ফেদেরিকো বের্নারদেস্কি। তবে সেই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি।

বিজ্ঞাপন

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মেসি দেখালেন কেন তিনি বিশেষ। বক্সের মাথায় বল পেয়ে প্রথমে ডান পায়ে থামালেন, এরপর বাঁ পায়ের ভলিতে বল জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান। এটি ছিল তার এবারের এমএলএস মৌসুমে চার ম্যাচে তৃতীয় গোল। আর মায়ামিতে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ৪৪তম গোল। পেশাদার ক্যারিয়ারে মেসির গোলসংখ্যা এখন দাঁড়াল ৮৫৬টিতে।

দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল আসেনি। ফলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এ ড্রয়ের ফলে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ইন্টার মায়ামি এখন ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে রয়েছে কলম্বাস ক্রু, তাদের পয়েন্ট ১৫। বিপরীতে, টরন্টো এখনো জয়হীন থেকে ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ১৪ নম্বরে।

এখন মায়ামির সামনে বড় চ্যালেঞ্জ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ। প্রথম লেগে লস অ্যাঞ্জেলেসের কাছে ১-০ গোলে হারের পর ঘুরে দাঁড়াতে হলে, এবার মেসিকেই হতে হবে মূল ভরসা।