১২:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

গাজায় ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক নিহত, মৃতের সংখ্যা ছাড়ালো ৫০ হাজার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 107

ছবি সংগৃহীত

 

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা আগ্রাসনে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর ফলে গাজায় চলমান সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার ৭০০ জনে। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের আনাদোলু এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে।

আল জাজিরা জানায়, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার পাঁচটি অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে বলার পরপরই ইসরায়েল ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। এসব হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন একজন সাংবাদিকও।

বিজ্ঞাপন

আনাদোলুর বরাত দিয়ে আরও জানানো হয়, গাজা শহরের আল-নাখিল স্ট্রিটে কামানের গোলায় একই পরিবারের আট শিশুসহ অন্তত ১০ জন নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন।

শহরের শুজাইয়া পাড়ায় বিমান হামলায় নিহত হয়েছেন তিনজন, জেইতুন পাড়ায় আইন জালুত স্কুলের কাছে বাড়িতে হামলায় নিহত হন আরও দুইজন।

উত্তর গাজার জাবালিয়া এলাকায় কামানের গোলায় প্রাণ হারান চারজন। কেন্দ্রীয় গাজার জাওয়াইদা এলাকায় একটি বাস্তুচ্যুত শিবিরে ড্রোন হামলায় নিহত হন আরও একজন। খান ইউনিস শহরের একটি বাড়িতে বিমান হামলায় নিহত হন আটজন।

দক্ষিণের কিজান রাসওয়ান এলাকায় বেসামরিকদের লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত হন। পশ্চিম খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় আশ্রয়কেন্দ্রে গুলিবর্ষণে প্রাণ যায় এক শিশুর, আহত হয় আরও কয়েকজন।
এছাড়া আবাসন আল-কাবিরা এলাকায় কামানের গোলায় নিহত হন একজন এবং আহত হন আরও চারজন।

গাজার হাসপাতালগুলোতে আহতদের ভিড়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ভয়াবহ মানবিক সংকটের মধ্যে আটকে পড়া ফিলিস্তিনিদের জন্য অবিলম্বে যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন মানবাধিকার সংস্থাগুলো।

ইসরায়েলের লাগাতার হামলা এবং জনবসতিতে নির্বিচারে গোলাবর্ষণের ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তবে এখনো যুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক নিহত, মৃতের সংখ্যা ছাড়ালো ৫০ হাজার

আপডেট সময় ০১:১৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

 

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা আগ্রাসনে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর ফলে গাজায় চলমান সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার ৭০০ জনে। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের আনাদোলু এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে।

আল জাজিরা জানায়, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার পাঁচটি অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে বলার পরপরই ইসরায়েল ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। এসব হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন একজন সাংবাদিকও।

বিজ্ঞাপন

আনাদোলুর বরাত দিয়ে আরও জানানো হয়, গাজা শহরের আল-নাখিল স্ট্রিটে কামানের গোলায় একই পরিবারের আট শিশুসহ অন্তত ১০ জন নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন।

শহরের শুজাইয়া পাড়ায় বিমান হামলায় নিহত হয়েছেন তিনজন, জেইতুন পাড়ায় আইন জালুত স্কুলের কাছে বাড়িতে হামলায় নিহত হন আরও দুইজন।

উত্তর গাজার জাবালিয়া এলাকায় কামানের গোলায় প্রাণ হারান চারজন। কেন্দ্রীয় গাজার জাওয়াইদা এলাকায় একটি বাস্তুচ্যুত শিবিরে ড্রোন হামলায় নিহত হন আরও একজন। খান ইউনিস শহরের একটি বাড়িতে বিমান হামলায় নিহত হন আটজন।

দক্ষিণের কিজান রাসওয়ান এলাকায় বেসামরিকদের লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত হন। পশ্চিম খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় আশ্রয়কেন্দ্রে গুলিবর্ষণে প্রাণ যায় এক শিশুর, আহত হয় আরও কয়েকজন।
এছাড়া আবাসন আল-কাবিরা এলাকায় কামানের গোলায় নিহত হন একজন এবং আহত হন আরও চারজন।

গাজার হাসপাতালগুলোতে আহতদের ভিড়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ভয়াবহ মানবিক সংকটের মধ্যে আটকে পড়া ফিলিস্তিনিদের জন্য অবিলম্বে যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন মানবাধিকার সংস্থাগুলো।

ইসরায়েলের লাগাতার হামলা এবং জনবসতিতে নির্বিচারে গোলাবর্ষণের ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তবে এখনো যুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই।