ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গুপ্তচরবৃত্তিতে মৃত্যুদণ্ড ও সম্পত্তি জব্দের আইন পাস করলো ইরান ময়মনসিংহে বাড়ি থেকে একই পরিবারের মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার পুতিন দিনের বেলায় সুন্দর কথা বলেন, রাতে সবাইকে বোমা মারেন: ট্রাম্প রাজধানীতে বাথরুমে ঝর্ণার সাথে ওড়না পেঁচানো গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শীর্ষ নেতাদের চরিত্রহননের অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল নারীদের সমমর্যাদা প্রতিষ্ঠা রাষ্ট্রের দায়িত্ব: ড. আলী রীয়াজ সায়মা ও জয় পরিচালিত ফাউন্ডেশনের অনুদান ও আয়কর নথি চেয়ে এনবিআরে চিঠি ইংল্যান্ডের বিমানবন্দরে ছোট বিমান বিধ্বস্ত, ফ্লাইট চলাচল বন্ধ বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের ২ জনসহ ৩ নারী নিহত ইতিহাস গড়লো বিটকয়েন, প্রথমবারের মতো মূল্য ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল

বিশ্বকাপেই বদলে যাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতির চিত্র, অর্থনীতিতে যোগ হবে ৪১ বিলিয়ন ডলার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 27

ছবি সংগৃহীত

 

আগামী বছরের ফিফা বিশ্বকাপ ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রে বইছে অর্থনৈতিক সম্ভাবনার জোয়ার। মেক্সিকো ও কানাডাকে সঙ্গে নিয়ে আয়োজিত এই আসর থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যোগ হতে পারে প্রায় ৪১ বিলিয়ন ডলার এমনটাই জানাচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদন।

ফুটবল নিয়ে যুক্তরাষ্ট্রে তেমন উন্মাদনা না থাকলেও, বিশাল অঙ্কের অর্থনৈতিক লাভ এনে দিচ্ছে এই জনপ্রিয় খেলা। বিশ্বকাপ উপলক্ষে প্রায় ৬.৫ মিলিয়ন দর্শনার্থীর আগমন ঘটবে যুক্তরাষ্ট্রে, যা পর্যটন, আবাসন, পরিবহনসহ বিভিন্ন খাতে বিশাল বিনিয়োগ ও ব্যয়ের সুযোগ সৃষ্টি করবে।

শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, সামাজিকভাবেও বড় ধরনের পরিবর্তন আনবে এই বিশ্ব আসর। প্রতিবেদন বলছে, বিশ্বকাপের মাধ্যমে প্রায় ৮.২ বিলিয়ন ডলারের সোশ্যাল বেনিফিট আশা করছে যুক্তরাষ্ট্র। কর্মসংস্থানের দিক থেকেও ইতিবাচক প্রভাব পড়বে সব মিলিয়ে প্রায় ৮ লাখ ২৪ হাজার লোকের চাকরির সুযোগ তৈরি হবে, যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই হবে ১ লাখ ৮৫ হাজার ফুলটাইম চাকরি। যার আর্থিক আউটপুট হবে প্রায় সাড়ে ৩০ বিলিয়ন ডলার এবং জিডিপিতে প্রভাব ফেলবে ১৭.২ বিলিয়ন ডলার।

এর আগে, চলতি বছরের জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপও যুক্তরাষ্ট্রের জন্য বিশাল প্রস্তুতির মঞ্চ হয়ে উঠেছে। প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট আয়োজিত হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে। এই আয়োজন থেকেই প্রায় ১০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক লাভের আশা করা হচ্ছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার হিসাব অনুযায়ী, ক্লাব বিশ্বকাপ গ্লোবাল জিডিপিতে অবদান রাখবে প্রায় ২১.১ বিলিয়ন ডলার। পাশাপাশি ১ লাখ ৫ হাজার মানুষের নতুন কর্মসংস্থান এবং ৩.৩৬ বিলিয়ন ডলারের সামাজিক সুফলের সম্ভাবনাও উঠে এসেছে তাদের গবেষণায়।

সার্বিকভাবে বললে, ক্রীড়া এখন আর শুধুই বিনোদনের খাত নয় বিশ্বকাপের মতো বড় আসর একটি দেশের অর্থনীতিকেই বদলে দিতে পারে, যুক্তরাষ্ট্র তার বড় উদাহরণ হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপেই বদলে যাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতির চিত্র, অর্থনীতিতে যোগ হবে ৪১ বিলিয়ন ডলার

আপডেট সময় ১১:৪৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

 

আগামী বছরের ফিফা বিশ্বকাপ ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রে বইছে অর্থনৈতিক সম্ভাবনার জোয়ার। মেক্সিকো ও কানাডাকে সঙ্গে নিয়ে আয়োজিত এই আসর থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যোগ হতে পারে প্রায় ৪১ বিলিয়ন ডলার এমনটাই জানাচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদন।

ফুটবল নিয়ে যুক্তরাষ্ট্রে তেমন উন্মাদনা না থাকলেও, বিশাল অঙ্কের অর্থনৈতিক লাভ এনে দিচ্ছে এই জনপ্রিয় খেলা। বিশ্বকাপ উপলক্ষে প্রায় ৬.৫ মিলিয়ন দর্শনার্থীর আগমন ঘটবে যুক্তরাষ্ট্রে, যা পর্যটন, আবাসন, পরিবহনসহ বিভিন্ন খাতে বিশাল বিনিয়োগ ও ব্যয়ের সুযোগ সৃষ্টি করবে।

শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, সামাজিকভাবেও বড় ধরনের পরিবর্তন আনবে এই বিশ্ব আসর। প্রতিবেদন বলছে, বিশ্বকাপের মাধ্যমে প্রায় ৮.২ বিলিয়ন ডলারের সোশ্যাল বেনিফিট আশা করছে যুক্তরাষ্ট্র। কর্মসংস্থানের দিক থেকেও ইতিবাচক প্রভাব পড়বে সব মিলিয়ে প্রায় ৮ লাখ ২৪ হাজার লোকের চাকরির সুযোগ তৈরি হবে, যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই হবে ১ লাখ ৮৫ হাজার ফুলটাইম চাকরি। যার আর্থিক আউটপুট হবে প্রায় সাড়ে ৩০ বিলিয়ন ডলার এবং জিডিপিতে প্রভাব ফেলবে ১৭.২ বিলিয়ন ডলার।

এর আগে, চলতি বছরের জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপও যুক্তরাষ্ট্রের জন্য বিশাল প্রস্তুতির মঞ্চ হয়ে উঠেছে। প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট আয়োজিত হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে। এই আয়োজন থেকেই প্রায় ১০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক লাভের আশা করা হচ্ছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার হিসাব অনুযায়ী, ক্লাব বিশ্বকাপ গ্লোবাল জিডিপিতে অবদান রাখবে প্রায় ২১.১ বিলিয়ন ডলার। পাশাপাশি ১ লাখ ৫ হাজার মানুষের নতুন কর্মসংস্থান এবং ৩.৩৬ বিলিয়ন ডলারের সামাজিক সুফলের সম্ভাবনাও উঠে এসেছে তাদের গবেষণায়।

সার্বিকভাবে বললে, ক্রীড়া এখন আর শুধুই বিনোদনের খাত নয় বিশ্বকাপের মতো বড় আসর একটি দেশের অর্থনীতিকেই বদলে দিতে পারে, যুক্তরাষ্ট্র তার বড় উদাহরণ হতে যাচ্ছে।