ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের ৫৪তম শাহাদাত বার্ষিকী ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে ডিবি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী শাকিলকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের ‘না’, প্রস্তাবে যা বলেছে ইসরায়েল ড. ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন তালেবান আর সন্ত্রাসী গোষ্ঠী নয়, রায় দিল রাশিয়া গুগল এখন অস্ত্র ও নজরদারির জন্য এআই তৈরি করছে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত, ৪ জন আহত — সন্দেহভাজন আটক ইসরায়েল সীমান্তের কাছে হিজবুল্লাহকে হটাতে কাজ করছে লেবানন সেনাবাহিনী সিরিয়ার স্বৈরশাসকের মূল্যবান সম্পদ পাচারে গোপন বিমান মিশন

অধিকার আদায়ে নোয়াখালী এটিআই শিক্ষার্থীদের ক্লাস বর্জন, আট দফা দাবিতে অবস্থান কর্মসূচি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / ৫১৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

 

নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা আট দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ রবিবার সকাল ১০টায় ইনস্টিটিউট প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির মর্যাদায় গেজেট প্রকাশ, কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং এ শিক্ষাকে ডিএই থেকে বের করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠন।

তারা আরও দাবি করেন, সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তার পদে ডিপ্লোমা কৃষিবিদদের অগ্রাধিকার দিতে হবে, বেসরকারি চাকরিতে তাদের জন্য ন্যূনতম দশম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে, শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং চালু করতে হবে।

কেন্দ্রীয় কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন শামীম বলেন, “দেশজুড়ে হাজার হাজার কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী বছরের পর বছর ধরে উচ্চশিক্ষাসহ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে।
আমরা বারবার শান্তিপূর্ণভাবে দাবি জানালেও এখনো কোনো সরকারি আশ্বাস বা নোটিশ পাইনি। তাই সারাদেশে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি।”

নোয়াখালী এটিআইয়ের আন্দোলনেও একই সুরে কথা বলেন ছাত্রনেতা রায়হান খান এবং প্রতিনিধি আবদুল হান্নান হৃদয়। তারা জানান, আন্দোলনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সরকারের প্রতি তাদের ক্ষোভ এবং হতাশারই বহিঃপ্রকাশ।

প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে এ কর্মসূচিতে অংশ নেন। তারা স্পষ্টভাবে জানান, দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে।

নিউজটি শেয়ার করুন

অধিকার আদায়ে নোয়াখালী এটিআই শিক্ষার্থীদের ক্লাস বর্জন, আট দফা দাবিতে অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০৬:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

 

 

নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা আট দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ রবিবার সকাল ১০টায় ইনস্টিটিউট প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির মর্যাদায় গেজেট প্রকাশ, কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং এ শিক্ষাকে ডিএই থেকে বের করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠন।

তারা আরও দাবি করেন, সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তার পদে ডিপ্লোমা কৃষিবিদদের অগ্রাধিকার দিতে হবে, বেসরকারি চাকরিতে তাদের জন্য ন্যূনতম দশম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে, শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং চালু করতে হবে।

কেন্দ্রীয় কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন শামীম বলেন, “দেশজুড়ে হাজার হাজার কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী বছরের পর বছর ধরে উচ্চশিক্ষাসহ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে।
আমরা বারবার শান্তিপূর্ণভাবে দাবি জানালেও এখনো কোনো সরকারি আশ্বাস বা নোটিশ পাইনি। তাই সারাদেশে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি।”

নোয়াখালী এটিআইয়ের আন্দোলনেও একই সুরে কথা বলেন ছাত্রনেতা রায়হান খান এবং প্রতিনিধি আবদুল হান্নান হৃদয়। তারা জানান, আন্দোলনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সরকারের প্রতি তাদের ক্ষোভ এবং হতাশারই বহিঃপ্রকাশ।

প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে এ কর্মসূচিতে অংশ নেন। তারা স্পষ্টভাবে জানান, দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে।