০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

রাষ্ট্রীয় শোক উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ও ফানুসে বর্ষবরণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / 153

ছবি সংগৃহীত

 

রাষ্ট্রীয় শোক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬ উদ্‌যাপন করেছেন এক শ্রেণির নগরবাসী। নতুন বছরের প্রথম প্রহরে ঢাকার বিভিন্ন এলাকায় বাসাবাড়ির ছাদ থেকে আতশবাজি ওড়ানো এবং বিকট শব্দে উৎসব করার চিত্র দেখা যায়।

নগর ঘুরে দেখা গেছে, রাত ১২টা বাজার আগেই অনেক এলাকায় নীরবতা ভেঙে আতশবাজির শব্দে মুখর হয়ে ওঠে চারপাশ। আকাশজুড়ে ছড়িয়ে পড়ে

বিজ্ঞাপন

আতশবাজির আলো, উড়তে থাকে ফানুস। তবে অনেক ফানুস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ডাল কিংবা ভবনের ছাদে পড়ে যেতে দেখা যায়, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে।
ডিএমপির পক্ষ থেকে আগেই আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হলেও পুরান ঢাকাসহ রাজধানীর কয়েকটি এলাকায় তা মানা হয়নি। শব্দ ও আলো দূষণের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন হাসপাতালের রোগী, বয়োবৃদ্ধ ও শিশুরা। বিকট শব্দে আতঙ্কিত হয়ে অনেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই শোককালীন সময়ে শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে ডিএমপি একাধিক নির্দেশনা জারি করে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি কিংবা শোভাযাত্রা আয়োজনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এ ছাড়া উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে—এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রীয় শোক উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ও ফানুসে বর্ষবরণ

আপডেট সময় ০২:০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

 

রাষ্ট্রীয় শোক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬ উদ্‌যাপন করেছেন এক শ্রেণির নগরবাসী। নতুন বছরের প্রথম প্রহরে ঢাকার বিভিন্ন এলাকায় বাসাবাড়ির ছাদ থেকে আতশবাজি ওড়ানো এবং বিকট শব্দে উৎসব করার চিত্র দেখা যায়।

নগর ঘুরে দেখা গেছে, রাত ১২টা বাজার আগেই অনেক এলাকায় নীরবতা ভেঙে আতশবাজির শব্দে মুখর হয়ে ওঠে চারপাশ। আকাশজুড়ে ছড়িয়ে পড়ে

বিজ্ঞাপন

আতশবাজির আলো, উড়তে থাকে ফানুস। তবে অনেক ফানুস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ডাল কিংবা ভবনের ছাদে পড়ে যেতে দেখা যায়, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে।
ডিএমপির পক্ষ থেকে আগেই আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হলেও পুরান ঢাকাসহ রাজধানীর কয়েকটি এলাকায় তা মানা হয়নি। শব্দ ও আলো দূষণের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন হাসপাতালের রোগী, বয়োবৃদ্ধ ও শিশুরা। বিকট শব্দে আতঙ্কিত হয়ে অনেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই শোককালীন সময়ে শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে ডিএমপি একাধিক নির্দেশনা জারি করে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি কিংবা শোভাযাত্রা আয়োজনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এ ছাড়া উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে—এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।