০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 132

ছবি সংগৃহীত

 

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৪ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ঘটনার পরও সোমবার সকাল পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান সোমবার সকালে প্রথম আলোকে বলেন, “যে সরকারকে তাঁরা বিদায় দিয়েছেন, সেই সরকারেরই লোকজন এই হামলার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন ইস্যু তৈরি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।” তিনি আরও জানান, হামলার পর থেকে একাধিক পুলিশ দল অভিযানে নেমেছে এবং এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তখন সালনার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন হাসনাত আবদুল্লাহ। যানজটে আটকে থাকা অবস্থায় চার-পাঁচটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁর গাড়ি ঘিরে হামলা চালায়। এতে তাঁর গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায় এবং তিনি হাতে আঘাত পান।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান জানান, হামলায় কনুইয়ের বিভিন্ন স্থানে কেটে যায় হাসনাতের। দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর গাড়িবহর বোর্ডবাজারের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে আশ্রয় নেয়। সেখান থেকে তাঁকে উত্তরা পূর্ব থানায় নেওয়া হয় এবং রাত সাড়ে আটটার দিকে ঢাকায় নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে রাতভর অভিযান চালায় পুলিশ। মহানগরীর বাসন এলাকা থেকে যুবলীগ নেতা নিজাম উদ্দিন ও কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দিপুসহ আরও ৫৪ জনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে হামলার কারণ বা পেছনের কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। বিষয়টি রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

 

নিউজটি শেয়ার করুন

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫৪

আপডেট সময় ১১:১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

 

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৪ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ঘটনার পরও সোমবার সকাল পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান সোমবার সকালে প্রথম আলোকে বলেন, “যে সরকারকে তাঁরা বিদায় দিয়েছেন, সেই সরকারেরই লোকজন এই হামলার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন ইস্যু তৈরি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।” তিনি আরও জানান, হামলার পর থেকে একাধিক পুলিশ দল অভিযানে নেমেছে এবং এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তখন সালনার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন হাসনাত আবদুল্লাহ। যানজটে আটকে থাকা অবস্থায় চার-পাঁচটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁর গাড়ি ঘিরে হামলা চালায়। এতে তাঁর গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায় এবং তিনি হাতে আঘাত পান।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান জানান, হামলায় কনুইয়ের বিভিন্ন স্থানে কেটে যায় হাসনাতের। দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর গাড়িবহর বোর্ডবাজারের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে আশ্রয় নেয়। সেখান থেকে তাঁকে উত্তরা পূর্ব থানায় নেওয়া হয় এবং রাত সাড়ে আটটার দিকে ঢাকায় নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে রাতভর অভিযান চালায় পুলিশ। মহানগরীর বাসন এলাকা থেকে যুবলীগ নেতা নিজাম উদ্দিন ও কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দিপুসহ আরও ৫৪ জনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে হামলার কারণ বা পেছনের কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। বিষয়টি রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।