ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের রুয়ান্ডা মডেল কপি করছে ইইউ — সমালোচনা থেকে সমর্থনে তিন বছরের পথচলা মার্কিন শুল্ক নীতিতে BRICS জোটে নতুন ঐক্যের ঢেউ। চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক গাজা সিটির দিকে ইসরায়েলের পূর্ণ দখল অভিযান, ৮ লাখ মানুষের জীবন হুমকিতে। “ফ্রান্সে দাবানলের তাণ্ডব: পুড়ে গেছে ৪২ হাজার একর এলাকা” হুথিদের নতুন নৌ ক্রুজ মিসাইল ‘সাইয়াদ’, লোহিত সাগরে নতুন গেম চেঞ্জার গাজায় ত্রাণের মাধ্যমে জীবাণু যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল চীনের সি৯৪৯ জেটলাইনার কি সুপারসনিক বিমান ভ্রমণের স্বর্ণযুগ ফিরিয়ে আনবে? ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ‘মন ও মানসিকতার যুদ্ধেও জয়ী’ হওয়ার দাবি ইরানের বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যেই সাংবাদিককে গলা কেটে হত্যা

আফতাবনগরে পশুর হাট বসছে না, হাইকোর্টের স্থগিতাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 25

ছবি সংগৃহীত

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর বিষয়ে দেওয়া ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে এবারের কোরবানির ঈদে আফতাবনগরে আর হাট বসছে না।

রোববার (৪ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

এর আগে গত ২১ এপ্রিল ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাজধানীর বিভিন্ন স্থানে পশুর হাট বসানোর জন্য ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ওই বিজ্ঞপ্তিতে ১১টি হাটের কথা উল্লেখ থাকলেও, আফতাবনগরে হাট বসানো নিয়ে আপত্তি তুলে আইনজীবী ইউনুছ আলী আকন্দ ২৪ এপ্রিল হাইকোর্টে রিট করেন।

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং সিটির প্রধান ভূমি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, আফতাবনগর (ইস্টার্ন হাউজিং), ধানমন্ডি ও গুলশানের মতোই একটি পরিকল্পিত ও রাজউক অনুমোদিত আবাসন এলাকা। এখানে বিচারপতিসহ বিভিন্ন পেশার মানুষ বসবাস করছেন। প্রায় সাত হাজার প্লট বরাদ্দপ্রাপ্ত এই এলাকায় পশুর হাট বসালে পুরো আবাসনজুড়ে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ৩(২) ও প্রথম তফসিল অনুযায়ী, আফতাবনগর বাড্ডা থানার ৩৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত, যা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অন্তর্ভুক্ত। অথচ এবার দক্ষিণ সিটি করপোরেশন সেখানে হাট বসাতে উদ্যোগ নেয়।

আইনজীবী জানান, ২০২৩ সালেও একই ধরনের ইজারা বিজ্ঞপ্তি দিলে তিনি রিট করেন এবং তখনও হাইকোর্ট ইজারা স্থগিত করেন। পরে আপিল বিভাগের নির্দেশে এল ব্লকের পর থেকে সীমিত পরিসরে হাট বসানো হয়। তবে সেই রায়ের আলোকে এ ব্লক থেকে এইচ ব্লক পর্যন্ত হাট বসানো হয়নি।

এবারের আদেশের ফলে, পুরো আফতাবনগরেই পশুর হাট বসানো স্থগিত থাকবে। স্থানীয়দের দাবি, এ সিদ্ধান্ত এলাকাবাসীর নিরাপত্তা, স্বাস্থ্য এবং স্বাভাবিক জীবনযাত্রা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আফতাবনগরে পশুর হাট বসছে না, হাইকোর্টের স্থগিতাদেশ

আপডেট সময় ০৩:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর বিষয়ে দেওয়া ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে এবারের কোরবানির ঈদে আফতাবনগরে আর হাট বসছে না।

রোববার (৪ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

এর আগে গত ২১ এপ্রিল ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাজধানীর বিভিন্ন স্থানে পশুর হাট বসানোর জন্য ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ওই বিজ্ঞপ্তিতে ১১টি হাটের কথা উল্লেখ থাকলেও, আফতাবনগরে হাট বসানো নিয়ে আপত্তি তুলে আইনজীবী ইউনুছ আলী আকন্দ ২৪ এপ্রিল হাইকোর্টে রিট করেন।

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং সিটির প্রধান ভূমি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, আফতাবনগর (ইস্টার্ন হাউজিং), ধানমন্ডি ও গুলশানের মতোই একটি পরিকল্পিত ও রাজউক অনুমোদিত আবাসন এলাকা। এখানে বিচারপতিসহ বিভিন্ন পেশার মানুষ বসবাস করছেন। প্রায় সাত হাজার প্লট বরাদ্দপ্রাপ্ত এই এলাকায় পশুর হাট বসালে পুরো আবাসনজুড়ে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ৩(২) ও প্রথম তফসিল অনুযায়ী, আফতাবনগর বাড্ডা থানার ৩৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত, যা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অন্তর্ভুক্ত। অথচ এবার দক্ষিণ সিটি করপোরেশন সেখানে হাট বসাতে উদ্যোগ নেয়।

আইনজীবী জানান, ২০২৩ সালেও একই ধরনের ইজারা বিজ্ঞপ্তি দিলে তিনি রিট করেন এবং তখনও হাইকোর্ট ইজারা স্থগিত করেন। পরে আপিল বিভাগের নির্দেশে এল ব্লকের পর থেকে সীমিত পরিসরে হাট বসানো হয়। তবে সেই রায়ের আলোকে এ ব্লক থেকে এইচ ব্লক পর্যন্ত হাট বসানো হয়নি।

এবারের আদেশের ফলে, পুরো আফতাবনগরেই পশুর হাট বসানো স্থগিত থাকবে। স্থানীয়দের দাবি, এ সিদ্ধান্ত এলাকাবাসীর নিরাপত্তা, স্বাস্থ্য এবং স্বাভাবিক জীবনযাত্রা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।