ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাসপোর্ট-বৈষম্যে বিশ্ব রেকর্ডের স্বপ্নভঙ্গ নাইজেরিয়ান পর্যটকের আজকের খেলা: ৮ মে ২০২৫ – উত্তেজনায় ভরপুর ম্যাচের দিন গা/জা/য় ইসরায়েলি হামলায় আরো নিহত ৬১, ক্ষুধার্ত গাজাবাসী সিআইডি প্রধান হলেন ছিবগাত উল্লাহ বাংলাদেশে বিনিয়োগ ও ভিসা সহজীকরণে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত সীমান্ত নিরাপত্তায় কড়াকড়ি, পুলিশ সুপারদের সতর্ক থাকার বার্তা আইজিপির ছয় দফা দাবিতে বরিশাল নার্সিং কলেজে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন পাকিস্তানের জবাবি হামলায় ভারতের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ রূপগঞ্জে ফসলি জমি কেটে বালুভরাট, প্রতিবাদে মানববন্ধন ক্ষতিগ্রস্ত কৃষকদের সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ইসির প্রস্তাব মন্ত্রিপরিষদে অনুমোদন

ছয় দফা দাবিতে বরিশাল নার্সিং কলেজে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 3

ছবি: সংগৃহীত

 

ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি শুরু করেছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৭ মে) সকাল ৯টা থেকে কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার (৬ মে) শিক্ষার্থীরা একই দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গেলে কিছু শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীর হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালানো হয় এবং এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

আন্দোলনকারী শিক্ষার্থী শুভ জানান, “আমরা কোনো বিশৃঙ্খলা না করেই শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। অথচ আমাদের মারধর করা হয়েছে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

আরেক শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, “আমরা কারো বিরুদ্ধে নই। আমরা শুধু চাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং একটি ভুল পদ্ধতির অবসান। কিন্তু কিছু শিক্ষক আমাদের বাধা দিচ্ছেন।”

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে:

১. ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুসারে শিক্ষক নিয়োগ নিশ্চিত করা

২. ইন্টার্নশিপ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা

৩. পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ ও আধুনিক প্রশিক্ষণ সুবিধা চালু করা

৪. আবাসন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া

৫. শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ

৬. শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা

শিক্ষার্থীরা জানিয়েছেন, এসব দাবি দীর্ঘদিনের হলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং দাবির পক্ষে আন্দোলনে নামলেই বাধা দেওয়া হচ্ছে, যা অগ্রহণযোগ্য।

আন্দোলনকারীরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত দাবি মেনে নিয়ে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরতে পারেন।

নিউজটি শেয়ার করুন

ছয় দফা দাবিতে বরিশাল নার্সিং কলেজে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

আপডেট সময় ০৬:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

 

ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি শুরু করেছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৭ মে) সকাল ৯টা থেকে কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার (৬ মে) শিক্ষার্থীরা একই দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গেলে কিছু শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীর হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালানো হয় এবং এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

আন্দোলনকারী শিক্ষার্থী শুভ জানান, “আমরা কোনো বিশৃঙ্খলা না করেই শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। অথচ আমাদের মারধর করা হয়েছে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

আরেক শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, “আমরা কারো বিরুদ্ধে নই। আমরা শুধু চাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং একটি ভুল পদ্ধতির অবসান। কিন্তু কিছু শিক্ষক আমাদের বাধা দিচ্ছেন।”

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে:

১. ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুসারে শিক্ষক নিয়োগ নিশ্চিত করা

২. ইন্টার্নশিপ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা

৩. পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ ও আধুনিক প্রশিক্ষণ সুবিধা চালু করা

৪. আবাসন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া

৫. শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ

৬. শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা

শিক্ষার্থীরা জানিয়েছেন, এসব দাবি দীর্ঘদিনের হলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং দাবির পক্ষে আন্দোলনে নামলেই বাধা দেওয়া হচ্ছে, যা অগ্রহণযোগ্য।

আন্দোলনকারীরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত দাবি মেনে নিয়ে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরতে পারেন।