কাল চালু হচ্ছে জাতীয় ফ্রিল্যান্সার আইডি প্ল্যাটফর্ম, মিলবে সরকারি স্বীকৃতি ও আর্থিক সুবিধা
- আপডেট সময় ০৫:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 52
দেশের ফ্রিল্যান্সিং খাতকে আরও সংগঠিত ও প্রাতিষ্ঠানিক করতে জাতীয় পর্যায়ে ফ্রিল্যান্সার নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এ উদ্দেশ্যে তৈরি করা ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers.gov.bd-এর নিরাপত্তা পরীক্ষা বা ভিএপিটি (Vulnerability Assessment & Penetration Testing) সফলভাবে সম্পন্ন হয়েছে।
ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই প্ল্যাটফর্মের উদ্বোধন করা হবে। এর মাধ্যমে দেশের ফ্রিল্যান্সাররা প্রথমবারের মতো সরকারি স্বীকৃত ডিজিটাল আইডি কার্ড পাওয়ার সুযোগ পাবেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং আইসিটি অধিদপ্তরের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মে নিবন্ধনের মাধ্যমে ফ্রিল্যান্সাররা একটি নির্ভরযোগ্য পরিচয়পত্র পাবেন। যা ব্যাংকিং কার্যক্রম, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা গ্রহণ, সরকারি প্রণোদনা এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকে সহজ করবে।
সরকারি সূত্র জানায়, এই আইডি কার্ড দেশি ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের পেশাগত গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে সহায়ক হবে। বিশেষ করে বিদেশি ক্লায়েন্ট ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পরিচয়ের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
freelancers.gov.bd কেবল একটি নিবন্ধন প্ল্যাটফর্ম নয়, এটি একটি জাতীয় ফ্রিল্যান্সার ডেটাবেইস হিসেবেও কাজ করবে। এখানে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতার ধরন, কাজের ক্ষেত্র এবং বাজার পরিস্থিতি সংক্রান্ত হালনাগাদ তথ্য সংরক্ষণ করা হবে। এসব তথ্য ভবিষ্যতে নীতিনির্ধারণ ও পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মতে, এই উদ্যোগের ফলে ব্যাংক, সরকারি দপ্তর ও বেসরকারি খাতের সঙ্গে ফ্রিল্যান্সারদের সংযোগ আরও দৃঢ় হবে। একই সঙ্গে ডিজিটাল অর্থনীতিতে তরুণদের অংশগ্রহণ, আত্মকর্মসংস্থান বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও সম্প্রসারিত হবে।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, জাতীয় ফ্রিল্যান্সার আইডি ব্যবস্থার মাধ্যমে দেশের ফ্রিল্যান্সিং খাতকে একটি নিরাপদ, স্বচ্ছ ও কাঠামোবদ্ধ ব্যবস্থার আওতায় আনা সম্ভব হবে। যা বাংলাদেশের প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করাবে।


























