শিরোনাম :
মাইক্রোসফটে অভ্যন্তরীণ ইমেইলে “ফিলিস্তিন” শব্দ নিষিদ্ধ

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০২:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / 8
👉 মাইক্রোসফট এখন থেকে অভ্যন্তরীণ ইমেইলে “ফিলিস্তিন”, “গাজা” এবং “গণহত্যা” শব্দ ব্যবহার নিষিদ্ধ করেছে। এসব শব্দ ব্যবহৃত ইমেইল নীরবে ফিল্টার করে ফেলা হচ্ছে বলে জানিয়েছে অধিকারকর্মী সংগঠন ‘নো আজুর ফর অ্যাপারথেইড’।
👉 মাইক্রোসফট নিজেদের অবস্থান ব্যাখ্যা করে জানিয়েছে যে, তারা একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করেছে এবং সেখানে গাজার বেসামরিক নাগরিকদের কোনো ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি।
👉 এদিকে ইসরায়েলের সঙ্গে মাইক্রোসফটের চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানানো কর্মীদের ছাঁটাই করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
অভ্যন্তরীণ নথিপত্র থেকে জানা গেছে, ৭ অক্টোবর ২০২৩ সালের হামলার পরপরই ইসরায়েলি সেনাবাহিনীকে সেবা দেওয়া শুরু করে মাইক্রোসফট।
এর পরপরই ইসরায়েল মাইক্রোসফটের শীর্ষ ৫০০ ক্লায়েন্টের একজন হয়ে ওঠে।