কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা শুনবেন: আসিফ নজরুল

- আপডেট সময় ০৭:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / 11
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নির্বাচনের সময়? জাস্ট ওয়েট করুন, কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা শুনবেন।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আপনারা আমাদের উদ্যোগ জানতে চাচ্ছেন? আমাদের এমন কোনো উদ্যোগ নেই যা নেওয়া হচ্ছে না। ভোটাধিকারের কথা বলছেন? আমি যখন ক্লাসে যেতাম, ছাত্রদের জিজ্ঞেস করতাম-‘তোমাদের মধ্যে কে ভোট দিয়েছো?’ তখন ওরা হাসত। কেউ বলত, স্যার ১০-১২টা ভোট দিয়েছি। কিন্তু ৯০ শতাংশই বলত, তারা ভোটই দেয়নি। সেই দুঃখ এবার ঘুচবে। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি।
আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের সময় তো বললাম, জাস্ট ওয়েট করুন। কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন।
জিজ্ঞেস করা হয়, “সামনের নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে তো? জবাবে আসিফ নজরুল বলেন, “অবশ্যই পারবে। সবাই ভোট দিতে পারবে।
২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বলেন, ওই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি এতে দ্বিমত পোষণ করি। ২০০৮-এর নির্বাচন নিয়েও প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ আছে। আপনারা সাংবাদিকরা অনুসন্ধান করলে অনেক ভয়াবহ তথ্য পাবেন সে নির্বাচন নিয়ে।
এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনী কার্যক্রম নির্বাচন কমিশন পরিচালনা করবে। আমি শুধু সরকারের ‘নিয়ত’ বা সদিচ্ছার কথা বলতে পারি। আমাদের লক্ষ্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়া। এটা প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস আমাদের সবসময় বলেন।