সুষ্ঠু নির্বাচনই হবে দেশের জন্য সবচেয়ে বড় সংস্কার: নাগরিক ঐক্যের সভাপতি

- আপডেট সময় ০৩:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / 2
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারের সংস্কারের কথা থাকলেও বাস্তবে কোনো সংস্কারই ঘটেনি। বরং দেশের জন্য সবচেয়ে বড় সংস্কার হবে একটি ভালো নির্বান অনুষ্ঠিত করা।
শনিবার (৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘‘বর্তমানে দেশে মব ভায়োলেন্সের (গণ-হিংসা) যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, সেখানে সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব, সেটি ভেবে দেখা জরুরি। এই পরিস্থিতিতে ভোটের পরিবেশ নিশ্চিত করা কঠিন চ্যালেঞ্জ।’’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদার কঠোর সমালোচনা করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘‘নূরুল হুদা দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছেন। যদি সম্ভব হয়, তার বিচার করে ফাঁসি দেওয়া উচিত। তবে দেশের মানুষকে মব ভায়োলেন্সের মতো ভয়াবহ পরিস্থিতি সহ্য করতে বাধ্য করা যায় না। মব ভায়োলেন্স এখন পুরো দেশকে তোলপাড় করে দিচ্ছে।’’
সরকারের কার্যক্রম নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। মান্না বলেন, ‘‘এই সরকারের ব্যর্থতার কোনো শেষ নেই। রাষ্ট্র পরিচালনার প্রায় প্রতিটি ক্ষেত্রে তারা শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।’’
তিনি আরও বলেন, ‘‘যতদিন গণতান্ত্রিক ব্যবস্থা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হবে, ততদিন এই দেশে কোনো টেকসই সংস্কার সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনই হতে পারে সবচেয়ে বড় সংস্কার, যা থেকে অন্যসব পরিবর্তনের পথ খুলবে।’’
সভায় নাগরিক ঐক্যের বিভিন্ন নেতা-কর্মীও উপস্থিত ছিলেন। তারা সরকারের নানাবিধ ব্যর্থতা এবং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বপূর্ণ ভূমিকার সমালোচনা করেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘‘আমরা বারবার বলে আসছি, গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার ছাড়া মানুষের মুক্তি নেই। সরকার যদি সত্যিই সংস্কারের কথা ভাবে, তাহলে আগে একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুক।’’
সভা শেষে নেতারা জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং গণতন্ত্র রক্ষায় সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন।