ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি আহত

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মরকিটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পার এলাকার ইয়ামিন মিয়া ও আক্তার হোসেন। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। স্থানীয়দের দাবি, তারা ভারতীয় চিনি চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন।

স্থানীয়রা জানান, সীমান্তের ১২৬৪ নম্বর পিলারের কাছে মরকিটিলা এলাকায় একদল বাংলাদেশি চোরাকারবারি ভারত থেকে চিনি আনতে গিয়েছিলেন। এ সময় খাসিয়াদের সঙ্গে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ বাধে। কথাকাটাকাটির একপর্যায়ে খাসিয়ারা গুলি চালায়, যাতে ইয়ামিন ও আক্তার আহত হন।

সীমান্তবর্তী এলাকায় এমন ঘটনা নতুন নয়। চোরাচালানের সঙ্গে জড়িতদের নিয়ে খাসিয়াদের সঙ্গে প্রায়ই সংঘর্ষ হয়। বিশেষ করে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা বাড়ছে বলে স্থানীয়রা জানান।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। টাকা লেনদেনের জেরে ভারতীয় খাসিয়াদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়, যা পরে গুলিবর্ষণে রূপ নেয়। আহতরা পায়ে ও পিঠে গুলিবিদ্ধ হন এবং তারা আত্মগোপনে ছিলেন। বর্তমানে তারা সিলেটে চিকিৎসাধীন রয়েছেন।

সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ লেনদেন নিয়ে সংঘাত দীর্ঘদিনের সমস্যা। বিজিবির পক্ষ থেকে বারবার সীমান্তে নিরাপত্তা জোরদারের কথা বলা হলেও চোরাচালানের প্রবণতা কমছে না। বিশেষজ্ঞরা বলছেন, চোরাচালান রোধে শুধু কড়া নিরাপত্তা নয়, বিকল্প কর্মসংস্থান ও সীমান্ত সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। অন্যথায় সীমান্তে এমন সহিংসতা চলতেই থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
৫১১ বার পড়া হয়েছে

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি আহত

আপডেট সময় ১০:৩৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মরকিটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পার এলাকার ইয়ামিন মিয়া ও আক্তার হোসেন। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। স্থানীয়দের দাবি, তারা ভারতীয় চিনি চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন।

স্থানীয়রা জানান, সীমান্তের ১২৬৪ নম্বর পিলারের কাছে মরকিটিলা এলাকায় একদল বাংলাদেশি চোরাকারবারি ভারত থেকে চিনি আনতে গিয়েছিলেন। এ সময় খাসিয়াদের সঙ্গে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ বাধে। কথাকাটাকাটির একপর্যায়ে খাসিয়ারা গুলি চালায়, যাতে ইয়ামিন ও আক্তার আহত হন।

সীমান্তবর্তী এলাকায় এমন ঘটনা নতুন নয়। চোরাচালানের সঙ্গে জড়িতদের নিয়ে খাসিয়াদের সঙ্গে প্রায়ই সংঘর্ষ হয়। বিশেষ করে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা বাড়ছে বলে স্থানীয়রা জানান।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। টাকা লেনদেনের জেরে ভারতীয় খাসিয়াদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়, যা পরে গুলিবর্ষণে রূপ নেয়। আহতরা পায়ে ও পিঠে গুলিবিদ্ধ হন এবং তারা আত্মগোপনে ছিলেন। বর্তমানে তারা সিলেটে চিকিৎসাধীন রয়েছেন।

সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ লেনদেন নিয়ে সংঘাত দীর্ঘদিনের সমস্যা। বিজিবির পক্ষ থেকে বারবার সীমান্তে নিরাপত্তা জোরদারের কথা বলা হলেও চোরাচালানের প্রবণতা কমছে না। বিশেষজ্ঞরা বলছেন, চোরাচালান রোধে শুধু কড়া নিরাপত্তা নয়, বিকল্প কর্মসংস্থান ও সীমান্ত সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। অন্যথায় সীমান্তে এমন সহিংসতা চলতেই থাকবে।