ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিনসিনাটির কাছে ইন্টার মায়ামির পরাজয়, থেমে গেল মেসিদের জয়রথ ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫০, আহত বহু মোহাম্মদপুরে গুলি ও পিটিয়ে দুইজনকে হত্যা, আটক ২ জন গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় ১৪ জন আটক, মামলা প্রস্তুতিতে পুলিশ গাজা সংকটে আশার বার্তা দিলেন ট্রাম্প, আলোচনায় অগ্রগতির ইঙ্গিত গোপালগঞ্জ জেলায় স্থগিত আজকের এইচএসসি পরীক্ষা চিকিৎসাবিজ্ঞানে মাইলফলক: তিন ডিএনএর সমন্বয়ে ৮ শিশুর জন্ম, জিনগত ব্যাধির সমাধান বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩০ বিলিয়নের ঘরে, স্বস্তি রেমিট্যান্সেও নিউ ইয়র্কে ইতিহাসের বৃহত্তম মঙ্গল গ্রহের পাথর ৪.৩ মিলিয়ন ডলারে বিক্রি শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

শান্তিপূর্ণ পরিবেশে মহা অষ্টমী ও পুণ্যস্নান উদযাপন, নিরাপত্তায় সেনাবাহিনী তৎপর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২২:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 30

ছবি সংগৃহীত

 

 

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব মহা অষ্টমী, বাসন্তী পূজা ও পুণ্যস্নান দেশের বিভিন্ন অঞ্চলে অত্যন্ত শ্রদ্ধা, উৎসবমুখর পরিবেশ এবং ধর্মীয় ভাবগম্ভীরতায় পালিত হচ্ছে। লাখো পুণ্যার্থী এসব অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্মীয় দায়িত্ব পালন করছেন।

বিশেষ করে নারায়ণগঞ্জের ঐতিহাসিক লাঙ্গলবন্দ এলাকায় এবং ব্রহ্মপুত্র নদ তীরে দুই দিনব্যাপী পুণ্যস্নানে দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের ঢল নামে। মধ্যরাত থেকে শুরু হওয়া এই উৎসব ঘিরে ১৯টি ঘাটে চলে পুণ্যস্নান, যেখানে অংশ নিচ্ছেন ভারত, শ্রীলংকা ও নেপালসহ বিভিন্ন দেশের হাজার হাজার পুণ্যার্থী।

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদেও পবিত্র অষ্টমী স্নান ঘিরে লক্ষাধিক পুণ্যার্থী সমবেত হয়েছেন। এইসব স্থানে শুরু থেকেই কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তারা শুধু টহলই নয়, যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক কন্ট্রোল পোস্ট ও চেকপোস্ট বসিয়ে সহযোগিতা করে চলেছেন।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে সেনাবাহিনী সার্বক্ষণিক সশস্ত্র টহল ও নজরদারি বজায় রেখেছে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ, স্নানঘাট ও ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একযোগে কাজ করছেন।

এদিকে, শনিবার চট্টগ্রাম, কক্সবাজারের রামু, বরিশালের গৌরনদী, টাঙ্গাইলের নাগরপুর ও ভুঞাপুর, কুমিল্লা, চাঁদপুর এবং রাজধানীর রায়ের বাজার দুর্গা মন্দিরে মহা অষ্টমী ও বাসন্তী পূজা উপলক্ষে ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঝালকাঠির কোনাবাড়ি ঠাকুরবাড়ি মন্দিরেও পালিত হয় শ্যামা পূজা।

সব মিলিয়ে দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে, যা ধর্মীয় সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

শান্তিপূর্ণ পরিবেশে মহা অষ্টমী ও পুণ্যস্নান উদযাপন, নিরাপত্তায় সেনাবাহিনী তৎপর

আপডেট সময় ০১:২২:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

 

 

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব মহা অষ্টমী, বাসন্তী পূজা ও পুণ্যস্নান দেশের বিভিন্ন অঞ্চলে অত্যন্ত শ্রদ্ধা, উৎসবমুখর পরিবেশ এবং ধর্মীয় ভাবগম্ভীরতায় পালিত হচ্ছে। লাখো পুণ্যার্থী এসব অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্মীয় দায়িত্ব পালন করছেন।

বিশেষ করে নারায়ণগঞ্জের ঐতিহাসিক লাঙ্গলবন্দ এলাকায় এবং ব্রহ্মপুত্র নদ তীরে দুই দিনব্যাপী পুণ্যস্নানে দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের ঢল নামে। মধ্যরাত থেকে শুরু হওয়া এই উৎসব ঘিরে ১৯টি ঘাটে চলে পুণ্যস্নান, যেখানে অংশ নিচ্ছেন ভারত, শ্রীলংকা ও নেপালসহ বিভিন্ন দেশের হাজার হাজার পুণ্যার্থী।

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদেও পবিত্র অষ্টমী স্নান ঘিরে লক্ষাধিক পুণ্যার্থী সমবেত হয়েছেন। এইসব স্থানে শুরু থেকেই কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তারা শুধু টহলই নয়, যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক কন্ট্রোল পোস্ট ও চেকপোস্ট বসিয়ে সহযোগিতা করে চলেছেন।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে সেনাবাহিনী সার্বক্ষণিক সশস্ত্র টহল ও নজরদারি বজায় রেখেছে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ, স্নানঘাট ও ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একযোগে কাজ করছেন।

এদিকে, শনিবার চট্টগ্রাম, কক্সবাজারের রামু, বরিশালের গৌরনদী, টাঙ্গাইলের নাগরপুর ও ভুঞাপুর, কুমিল্লা, চাঁদপুর এবং রাজধানীর রায়ের বাজার দুর্গা মন্দিরে মহা অষ্টমী ও বাসন্তী পূজা উপলক্ষে ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঝালকাঠির কোনাবাড়ি ঠাকুরবাড়ি মন্দিরেও পালিত হয় শ্যামা পূজা।

সব মিলিয়ে দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে, যা ধর্মীয় সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।