উত্তরপ্রদেশে লাড্ডু উৎসবে মঞ্চ ভেঙে ৬ জনের প্রাণহানি, আহত অর্ধশতাধিক
ভারতের উত্তরপ্রদেশে জৈন সম্প্রদায়ের বার্ষিক ‘লাড্ডু মহা-উৎসব’ পরিণত হলো মর্মান্তিক দুর্ঘটনায়। মঙ্গলবার বাগপত জেলার বারাউত এলাকায় লাড্ডু বিতরণের সময় ৬৫ ফুট উঁচু কাঠের মঞ্চ ধসে পড়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আদিনাথ মন্দির চত্বরে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি অস্থায়ী মঞ্চে লাড্ডু বিতরণের সময় অতিরিক্ত ভিড়ের চাপে মঞ্চটি হঠাৎ ভেঙে পড়ে। এতে মঞ্চের নিচে চাপা পড়েন বহু মানুষ। দুর্ঘটনার সময় হুড়োহুড়ি ও পদদলনের ঘটনায় আহতদের মধ্যে অনেকেই গুরুতর আঘাত পেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘আদিনাথ নির্বাণ লাড্ডু’ উপলক্ষে প্রতিবছর এই উৎসব আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জৈন সম্প্রদায়ের ভক্তরা এতে অংশ নেন। মঙ্গলবারও ভক্তদের ঢল নেমেছিল মন্দির চত্বরে।
বাগপতের পুলিশ প্রধান অর্পিত বিজয়ভাগারজিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামান্য আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহতদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।