ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নীতিসুদ কমাল বাংলাদেশ ব্যাংক, ঋণপ্রবাহ বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক গভীর শ্রদ্ধায় ও রাষ্ট্রীয় শোকে আজ পালিত হচ্ছে ‘জুলাই শহীদ দিবস’ সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে: প্রেস উইং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মতপার্থক্য নেই, ভবিষ্যতে গণভোটে সিদ্ধান্ত: আলী রীয়াজ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১২, উত্তপ্ত সীমান্ত পরিস্থিতি বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা চালু: আইন উপদেষ্টা পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল শুল্ক আরোপের হুমকির মধ্যেই ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি করলো যুক্তরাষ্ট্র: ট্রাম্প প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত ও একীভূত শিক্ষাব্যবস্থা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৬১ ফিলিস্তিনি, আহত বহু

বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকারে নতুন বছর শুরু হোক: প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 51

ছবি সংগৃহীত

 

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি নববর্ষকে সামনে রেখে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন অঙ্গীকার করার আহ্বান জানান।

তিনি বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের সামনে একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে একটি বৈষম্যহীন, মানবিক ও সংহত বাংলাদেশ গঠনের সুযোগ। আসুন, আমরা এই সুযোগকে কাজে লাগাই। পহেলা বৈশাখ হোক আমাদের নতুন অঙ্গীকারের দিন।”

ড. ইউনূস বলেন, “নববর্ষ শুধু ক্যালেন্ডারের পাতা বদলানো নয়, এটি একটি চেতনার নবজাগরণ। এটি সম্প্রীতির দিন, ঐক্যের দিন। নতুন বছরে আমরা অতীতের গ্লানি, দুঃখ ও অশুভ স্মৃতিকে পেছনে ফেলে এগিয়ে যাই একটি উদ্যমী বাংলাদেশ গঠনের পথে।”

তিনি বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমাদের সংস্কৃতি কেবল অতীতের স্মৃতি নয়, এটি ভবিষ্যতের শক্তি। হালখাতা, বৈশাখী মেলা, শীতল পাটি, মাটির পাত্র সবই আমাদের সৃজনশীলতার প্রতীক। এসব ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে উৎসবের মাধ্যমে।”

তিনি আরও বলেন, “বাংলা সনের শুরু কৃষিকাজের প্রয়োজনে হয়েছিল, ‘ফসলি সন’ হিসেবে। আজও বাংলার কৃষক বাংলা তারিখ ধরেই বীজ বোনে ও ফসল তোলে। এ থেকেই বোঝা যায়, আমাদের সংস্কৃতি সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধনে টিকে আছে।”

ড. ইউনূস উল্লেখ করেন, পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীও নববর্ষের উৎসবে অংশগ্রহণ করে এই দিনটিকে সার্বজনীন উৎসবে পরিণত করেছে। “বাংলা নববর্ষ এখন আর শুধু শহরের নয়, এটি পুরো জাতির, সবার উৎসব,” বলেন তিনি।

শেষে দেশবাসীর প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, “নববর্ষ ১৪৩২ হোক আলোকিত ভবিষ্যতের সূচনা। এই দিনটি আমাদের সকলের জীবনে নিয়ে আসুক নতুন আশার আলো, নতুন পথচলার সাহস।

নিউজটি শেয়ার করুন

বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকারে নতুন বছর শুরু হোক: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১১:৫৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

 

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি নববর্ষকে সামনে রেখে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন অঙ্গীকার করার আহ্বান জানান।

তিনি বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের সামনে একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে একটি বৈষম্যহীন, মানবিক ও সংহত বাংলাদেশ গঠনের সুযোগ। আসুন, আমরা এই সুযোগকে কাজে লাগাই। পহেলা বৈশাখ হোক আমাদের নতুন অঙ্গীকারের দিন।”

ড. ইউনূস বলেন, “নববর্ষ শুধু ক্যালেন্ডারের পাতা বদলানো নয়, এটি একটি চেতনার নবজাগরণ। এটি সম্প্রীতির দিন, ঐক্যের দিন। নতুন বছরে আমরা অতীতের গ্লানি, দুঃখ ও অশুভ স্মৃতিকে পেছনে ফেলে এগিয়ে যাই একটি উদ্যমী বাংলাদেশ গঠনের পথে।”

তিনি বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমাদের সংস্কৃতি কেবল অতীতের স্মৃতি নয়, এটি ভবিষ্যতের শক্তি। হালখাতা, বৈশাখী মেলা, শীতল পাটি, মাটির পাত্র সবই আমাদের সৃজনশীলতার প্রতীক। এসব ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে উৎসবের মাধ্যমে।”

তিনি আরও বলেন, “বাংলা সনের শুরু কৃষিকাজের প্রয়োজনে হয়েছিল, ‘ফসলি সন’ হিসেবে। আজও বাংলার কৃষক বাংলা তারিখ ধরেই বীজ বোনে ও ফসল তোলে। এ থেকেই বোঝা যায়, আমাদের সংস্কৃতি সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধনে টিকে আছে।”

ড. ইউনূস উল্লেখ করেন, পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীও নববর্ষের উৎসবে অংশগ্রহণ করে এই দিনটিকে সার্বজনীন উৎসবে পরিণত করেছে। “বাংলা নববর্ষ এখন আর শুধু শহরের নয়, এটি পুরো জাতির, সবার উৎসব,” বলেন তিনি।

শেষে দেশবাসীর প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, “নববর্ষ ১৪৩২ হোক আলোকিত ভবিষ্যতের সূচনা। এই দিনটি আমাদের সকলের জীবনে নিয়ে আসুক নতুন আশার আলো, নতুন পথচলার সাহস।