ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক: গণতন্ত্র ও সমসাময়িক ইস্যুতে আলোচনা কুয়েতে দক্ষ জনশক্তি নিয়োগ ও নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে বাংলাদেশ, জানালেন রাষ্ট্রদূত সংবিধান সংস্কারে গণপরিষদের দাবি, রাজনৈতিক ঐকমত্যের আহ্বান জানালেন নাহিদ ইসলাম পাকিস্তান থেকে দ্বিতীয় চালান: চট্টগ্রাম বন্দরে পৌঁছালো ২৬ হাজার ২৫০ টন চাল ভারতীয় সিনেমায় অভিষেক ডেভিড ওয়ার্নারের, বললেন ‘ভারতীয় সিনেমা, আমি আসছি’ ৬০-এ প্রেমের নতুন অধ্যায়! জন্মদিনে রহস্যময়ী গৌরীকে প্রকাশ্যে আনলেন আমির খান মাগুরায় ধর্ষণের প্রতিবাদে জামায়াতের পাঁচ দফা দাবি: দ্রুত বিচার ও কোরআনের আইন বাস্তবায়নের আহ্বান রাজধানীতে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ৩৮ রাউন্ড গুলি ও সন্ত্রাসী গ্রেফতার ঢাকায় জাতিসংঘের নতুন ভবনের উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বিটরুট এর পুষ্টিগুণ ও উপকারিতা

বঙ্গোপসাগরে ৬ ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলে আটক করেছে মিয়ানমার নৌবাহিনী

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ৬টি ট্রলারসহ ৫৬ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী। বুধবার দুপুরে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

ট্রলারগুলোর মালিক টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা বশির আহমদ, মো. আমিন, নুরুল আমিন, আবদুর রহিম ও মো. শফিক। এর মধ্যে মো. শফিকের দুটি ট্রলার ছিল। সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমারের নৌবাহিনী এসে ছয়টি ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায়। এরপর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ জানান, সাগর থেকে ফিরে আসা অন্য জেলেদের মাধ্যমে তাঁরা ঘটনাটি জানতে পারেন। এরপর বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হয়েছে। তবে জেলেদের ধরে নেওয়ার পেছনে মিয়ানমারের নৌবাহিনী নাকি আরাকান আর্মি জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জেলেদের ট্রলারে থাকা মাছ, জাল, তেল ও খাদ্যদ্রব্য লুট করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ছয়টি ট্রলার মিয়ানমার নৌবাহিনীর হেফাজতে রয়েছে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, ৫৬ জেলেকে ধরে নেওয়ার বিষয়টি কোস্টগার্ডের কাছ থেকে জানতে পেরেছেন। জেলেদের ফেরত আনার জন্য কোস্টগার্ড ও বিজিবি কাজ করছে।

এ বিষয়ে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
৫২২ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে ৬ ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলে আটক করেছে মিয়ানমার নৌবাহিনী

আপডেট সময় ১০:৩৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

 

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ৬টি ট্রলারসহ ৫৬ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী। বুধবার দুপুরে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

ট্রলারগুলোর মালিক টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা বশির আহমদ, মো. আমিন, নুরুল আমিন, আবদুর রহিম ও মো. শফিক। এর মধ্যে মো. শফিকের দুটি ট্রলার ছিল। সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমারের নৌবাহিনী এসে ছয়টি ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায়। এরপর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ জানান, সাগর থেকে ফিরে আসা অন্য জেলেদের মাধ্যমে তাঁরা ঘটনাটি জানতে পারেন। এরপর বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হয়েছে। তবে জেলেদের ধরে নেওয়ার পেছনে মিয়ানমারের নৌবাহিনী নাকি আরাকান আর্মি জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জেলেদের ট্রলারে থাকা মাছ, জাল, তেল ও খাদ্যদ্রব্য লুট করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ছয়টি ট্রলার মিয়ানমার নৌবাহিনীর হেফাজতে রয়েছে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, ৫৬ জেলেকে ধরে নেওয়ার বিষয়টি কোস্টগার্ডের কাছ থেকে জানতে পেরেছেন। জেলেদের ফেরত আনার জন্য কোস্টগার্ড ও বিজিবি কাজ করছে।

এ বিষয়ে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।