ঢাকা ০১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: বার্সেলোনা দেখাল, হার মানাই শেষ কথা নয় লারাদের পরাজিত করে ইন্টারন্যাশনাল মাস্টার্সের শিরোপা ঘরে তুলল টেন্ডুলকারের ভারত আলুচাষির আর্তনাদ: হিমাগার সিন্ডিকেটের ফাঁদে কৃষকের করুণ পরিণতি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ঢাকার সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়, চলবে ভিন্ন মডেলে মস্কো-কিয়েভ যুদ্ধবিরতি: ট্রাম্প-পুতিন শীঘ্রই আলোচনায় বসছেন টক-মিষ্টি তেঁতুল: পাহাড়ের অর্থনীতির নতুন দিগন্ত, স্থানীয়দের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন টেকনাফে সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা, কৃষকদের স্বপ্ন তেল উৎপাদন ঢাকার সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়: নাম চূড়ান্ত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর তাণ্ডব: নিহত ৩৪, বহু ঘরবাড়ি বিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতি আলোচনা: ইসরায়েলি প্রতিনিধি দলকে প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর

বঙ্গোপসাগরে ৬ ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলে আটক করেছে মিয়ানমার নৌবাহিনী

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ৬টি ট্রলারসহ ৫৬ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী। বুধবার দুপুরে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

ট্রলারগুলোর মালিক টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা বশির আহমদ, মো. আমিন, নুরুল আমিন, আবদুর রহিম ও মো. শফিক। এর মধ্যে মো. শফিকের দুটি ট্রলার ছিল। সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমারের নৌবাহিনী এসে ছয়টি ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায়। এরপর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ জানান, সাগর থেকে ফিরে আসা অন্য জেলেদের মাধ্যমে তাঁরা ঘটনাটি জানতে পারেন। এরপর বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হয়েছে। তবে জেলেদের ধরে নেওয়ার পেছনে মিয়ানমারের নৌবাহিনী নাকি আরাকান আর্মি জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জেলেদের ট্রলারে থাকা মাছ, জাল, তেল ও খাদ্যদ্রব্য লুট করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ছয়টি ট্রলার মিয়ানমার নৌবাহিনীর হেফাজতে রয়েছে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, ৫৬ জেলেকে ধরে নেওয়ার বিষয়টি কোস্টগার্ডের কাছ থেকে জানতে পেরেছেন। জেলেদের ফেরত আনার জন্য কোস্টগার্ড ও বিজিবি কাজ করছে।

এ বিষয়ে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
৫২৩ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে ৬ ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলে আটক করেছে মিয়ানমার নৌবাহিনী

আপডেট সময় ১০:৩৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

 

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ৬টি ট্রলারসহ ৫৬ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী। বুধবার দুপুরে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

ট্রলারগুলোর মালিক টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা বশির আহমদ, মো. আমিন, নুরুল আমিন, আবদুর রহিম ও মো. শফিক। এর মধ্যে মো. শফিকের দুটি ট্রলার ছিল। সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমারের নৌবাহিনী এসে ছয়টি ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায়। এরপর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ জানান, সাগর থেকে ফিরে আসা অন্য জেলেদের মাধ্যমে তাঁরা ঘটনাটি জানতে পারেন। এরপর বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হয়েছে। তবে জেলেদের ধরে নেওয়ার পেছনে মিয়ানমারের নৌবাহিনী নাকি আরাকান আর্মি জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জেলেদের ট্রলারে থাকা মাছ, জাল, তেল ও খাদ্যদ্রব্য লুট করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ছয়টি ট্রলার মিয়ানমার নৌবাহিনীর হেফাজতে রয়েছে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, ৫৬ জেলেকে ধরে নেওয়ার বিষয়টি কোস্টগার্ডের কাছ থেকে জানতে পেরেছেন। জেলেদের ফেরত আনার জন্য কোস্টগার্ড ও বিজিবি কাজ করছে।

এ বিষয়ে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।