০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
শিরোনাম :
ইবতেদায়ী শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ জুলাই সনদে সাইন করে ভুল করেছেন, এখন কাফফারা দিন: বিএনপিকে নাসীরুদ্দীন ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত কমপক্ষে ৬০ জন বিপিএলে দলের নাম ঠিক করে দেবে বিসিবি, করা যাবে না পরিবর্তন যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৮ কেউ এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না: নাহিদ ইসলাম কেনিয়ায় ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ জনের সবাই নিহত হওয়ার আশঙ্কা ইলন মাস্কের নতুন উদ্যোগ — এআই-চালিত “Grokipedia” চালু বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা

৬ ম্যাচ হাতে রেখেই অপরাজিত থেকে শিরোপা জয়, এবার ইতিহাস গড়তে চায় পিএসজি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 183

ছবি সংগৃহীত

 

 

ফরাসি লিগ ‘আঁ’-এর পর্দা নামতে এখনো সময় বাকি। তবে শিরোপা জয়ের দৌড়ে আগেই ফিনিশিং লাইনে পৌঁছে গেছে প্যারিস সাঁ-জার্মেই। অঁজের বিপক্ষে ১-০ গোলের জয় নিশ্চিত করেই মৌসুমের শেষ বাঁধাও অনায়াসে পার করেছে লুইস এনরিকের দল। আর এই জয়ের সঙ্গেই নিশ্চিত হয়েছে তাদের টানা চতুর্থ এবং লিগ ইতিহাসের ১৩তম শিরোপা।

বিজ্ঞাপন

শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলে পিএসজি। বল দখলে ছিল ৮১ শতাংশের বেশি, প্রতিপক্ষের গোলমুখে শট ২০টি। কিন্তু প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে কাভারাস্কেইয়ার অসাধারণ এক ক্রসে দুর্দান্ত ভলিতে জালের দেখা পান দেজিরে দোয়ে। এই একমাত্র গোলেই উল্লাসে ফেটে পড়ে প্যারিস।

এবারের লিগে এখন পর্যন্ত অপরাজিত পিএসজি ২৮ ম্যাচে ২৩ জয় ও ৫ ড্রয়ে পয়েন্ট ৭৪। এক ম্যাচ কম খেলা মোনাকোর পয়েন্ট ৫১। এমন দাপুটে ফর্মে থাকা দলটির কোচ লুইস এনরিক স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। তবে বাকি ম্যাচগুলোতে গা ছাড়া ভাব নয়, বরং ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন তিনি।

‘এপ্রিলেই শিরোপা নিশ্চিত করেছি, এটা আমাদের মানের প্রমাণ। তবে লক্ষ্য এখন মৌসুম শেষ পর্যন্ত অপরাজিত থাকা। ফ্রান্সে এটা কেউ পারেনি, আমরাই হতে চাই প্রথম,’ আত্মবিশ্বাসী এনরিক জানান।

শুধু লিগ না, সামনে পিএসজির চোখ আরও বড় অর্জনের দিকে। ফরাসি কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। চ্যাম্পিয়নস লিগেও দুর্দান্ত ছন্দে লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি। এবার সেমিফাইনালে জায়গা পেতে তাদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা।

লিগ শিরোপা হয়তো স্রেফ শুরু। লুইস এনরিকের পিএসজি এবার নজর দিয়েছে ইউরোপের ফুটবল ইতিহাসে জায়গা করে নেওয়ার পথে ট্রেবল জয়ের হাতছানি যেন আরও বাস্তব হয়ে উঠছে প্রতি ম্যাচে।

নিউজটি শেয়ার করুন

৬ ম্যাচ হাতে রেখেই অপরাজিত থেকে শিরোপা জয়, এবার ইতিহাস গড়তে চায় পিএসজি

আপডেট সময় ১২:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

 

 

ফরাসি লিগ ‘আঁ’-এর পর্দা নামতে এখনো সময় বাকি। তবে শিরোপা জয়ের দৌড়ে আগেই ফিনিশিং লাইনে পৌঁছে গেছে প্যারিস সাঁ-জার্মেই। অঁজের বিপক্ষে ১-০ গোলের জয় নিশ্চিত করেই মৌসুমের শেষ বাঁধাও অনায়াসে পার করেছে লুইস এনরিকের দল। আর এই জয়ের সঙ্গেই নিশ্চিত হয়েছে তাদের টানা চতুর্থ এবং লিগ ইতিহাসের ১৩তম শিরোপা।

বিজ্ঞাপন

শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলে পিএসজি। বল দখলে ছিল ৮১ শতাংশের বেশি, প্রতিপক্ষের গোলমুখে শট ২০টি। কিন্তু প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে কাভারাস্কেইয়ার অসাধারণ এক ক্রসে দুর্দান্ত ভলিতে জালের দেখা পান দেজিরে দোয়ে। এই একমাত্র গোলেই উল্লাসে ফেটে পড়ে প্যারিস।

এবারের লিগে এখন পর্যন্ত অপরাজিত পিএসজি ২৮ ম্যাচে ২৩ জয় ও ৫ ড্রয়ে পয়েন্ট ৭৪। এক ম্যাচ কম খেলা মোনাকোর পয়েন্ট ৫১। এমন দাপুটে ফর্মে থাকা দলটির কোচ লুইস এনরিক স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। তবে বাকি ম্যাচগুলোতে গা ছাড়া ভাব নয়, বরং ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন তিনি।

‘এপ্রিলেই শিরোপা নিশ্চিত করেছি, এটা আমাদের মানের প্রমাণ। তবে লক্ষ্য এখন মৌসুম শেষ পর্যন্ত অপরাজিত থাকা। ফ্রান্সে এটা কেউ পারেনি, আমরাই হতে চাই প্রথম,’ আত্মবিশ্বাসী এনরিক জানান।

শুধু লিগ না, সামনে পিএসজির চোখ আরও বড় অর্জনের দিকে। ফরাসি কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। চ্যাম্পিয়নস লিগেও দুর্দান্ত ছন্দে লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি। এবার সেমিফাইনালে জায়গা পেতে তাদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা।

লিগ শিরোপা হয়তো স্রেফ শুরু। লুইস এনরিকের পিএসজি এবার নজর দিয়েছে ইউরোপের ফুটবল ইতিহাসে জায়গা করে নেওয়ার পথে ট্রেবল জয়ের হাতছানি যেন আরও বাস্তব হয়ে উঠছে প্রতি ম্যাচে।