ঈদে সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ: সড়ক উপদেষ্টা

- আপডেট সময় ০৬:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / 28
ঈদুল আজহা সামনে রেখে সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, হাটের পশু যেন সড়কে উঠে না আসে, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় নিয়মিত নজরদারিও চলবে বলে জানান তিনি।
আজ সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক বৈঠক শেষে এই ঘোষণা দেন উপদেষ্টা। তিনি বলেন, কোথায় কতটুকু জায়গায় পশুর হাট বসবে, তার স্পষ্ট ম্যাপ ও স্কেচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের কাছে পৌঁছে দিতে বলা হয়েছে।
তিনি আরও জানান, ঈদ উপলক্ষে সড়ক ও রেলপথে যাত্রী চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং পশুবাহী যানবাহন থেকে চাঁদাবাজি ঠেকাতে বাড়ানো হবে নজরদারি।
ঈদের সময় যাতে সড়ক-মহাসড়কে কোনো দুর্ঘটনা না ঘটে, সে বিষয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা থেকে বের হওয়ার পথে হানিফ ফ্লাইওভারে সৃষ্ট যানজট সম্পর্কে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, দ্রুত টোল আদায়ের ব্যবস্থা নিশ্চিত করতে সিটি করপোরেশন কাজ করছে। একই সঙ্গে সেতু বিভাগ জানিয়েছে, ঈদের আগেই দেশের সেতুগুলোতে ইলেকট্রিক টোল সিস্টেম চালু করা হবে। প্রতিটি সেতুতে দুটি করে লেনে ইলেকট্রনিক টোল আদায় ব্যবস্থা থাকায় যান চলাচল দ্রুত ও স্বচ্ছন্দ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘বিগত সরকারের সময় ঈদযাত্রায় যে অনিয়ম চলত, তা আমরা অনেকটাই কমিয়ে আনতে পেরেছি। এবার মানুষ যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে ঈদের যাত্রা উপভোগ করতে পারে, সেই লক্ষ্যে কাজ করছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সংক্রান্ত বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক এবং সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।