ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি সতর্কতায় ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র খালি

- আপডেট সময় ১০:৫৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / 10
রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর জাপানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতার অংশ হিসেবে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সব কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) পরিচালিত ফুকুশিমা কেন্দ্রটি বর্তমানে সতর্ক অবস্থায় রয়েছে। টেপকোর মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, “আমরা সব কর্মী ও স্টাফদের সরিয়ে নিয়েছি। তবে পারমাণবিক কেন্দ্রে এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।”
উল্লেখযোগ্যভাবে, ২০১১ সালে ফুকুশিমা এলাকায় ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও সুনামির পর এই বিদ্যুৎকেন্দ্রে মারাত্মক দুর্ঘটনা ঘটে। পাওয়ার ও কুলিং সিস্টেম ব্যর্থ হয়ে তিনটি রিঅ্যাক্টর গলে যায়, যা জাপানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনায় পরিণত হয়।
রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আঘাত হানা এবারের ভূমিকম্পের কারণে চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে। জাপান ও যুক্তরাষ্ট্রসহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে বিপজ্জনক ঢেউয়ের আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ সতর্ক করে বলেছে, কিছু এলাকায় “বিধ্বংসী সুনামি ঢেউয়ের” আশঙ্কায় মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।
জাপান, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন উপকূলীয় এলাকায় তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পটির উৎপত্তি রাশিয়ার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের ১৩৬ কিলোমিটার পূর্বে ছিল বলে জানিয়েছে ইউএসজিএস। এর কিছুক্ষণ পর আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়, যার মাত্রা ছিল যথাক্রমে ৬.৯ ও ৬.৩।
সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস বলেন, “এই ভূমিকম্পটি সত্যিই উদ্বেগজনক। এর পরিণতি গুরুতর হতে পারে।”
পরিস্থিতির ওপর আন্তর্জাতিক মহল গভীরভাবে নজর রাখছে।