০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ১০, নিখোঁজ অন্তত ১৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 70

ছবি সংগৃহীত

 

কলম্বিয়ার মেডেলিন শহরের উপকণ্ঠে ভয়াবহ ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) অ্যান্টিওকিয়া বিভাগের বেলো শহরে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ভূমিধসের মূল কারণ।

বেলো শহরটি আন্দিজ পর্বতমালার পাদদেশে অবস্থিত এলাকা যা বর্ষাকালে প্রায়শই ভূমিধসপ্রবণ হয়ে ওঠে। অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন বলেন, “অঞ্চলটি ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়ে আগেই লোকজনকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।” তবে হঠাৎ পাহাড়ি ঢলের কারণে অনেকেই সময়মতো এলাকা ছাড়তে পারেননি।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, একটি গিরিখাতে প্রবল জলধারা নেমে আসায় ভূমিধসটি ঘটে। এতে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে কয়েকজনের মৃত্যু হয় এবং আরও অন্তত ৮ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া এখনো কমপক্ষে ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে রাস্তাঘাট, ধসে পড়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি ও অবকাঠামো। উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলো।

উল্লেখ্য, গত মাসেও কাছাকাছি সাবানেতা এলাকায় একটি বড় ধরনের ভূমিধসে পাঁচজনের মৃত্যু হয়েছিল। প্রতিবারের মতো এবারও প্রাকৃতিক দুর্যোগে মানুষের ক্ষয়ক্ষতির মাত্রা দৃষ্টিগোচর হয়ে উঠেছে।

বর্তমানে নিখোঁজদের সন্ধানে জোরালো তৎপরতা চলছে। স্থানীয় প্রশাসন জনগণকে নিরাপদ দূরত্বে থাকতে অনুরোধ জানিয়েছে এবং আরও ভূমিধসের আশঙ্কায় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: দ্য হিন্দু

 

নিউজটি শেয়ার করুন

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ১০, নিখোঁজ অন্তত ১৫

আপডেট সময় ১১:৪৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

 

কলম্বিয়ার মেডেলিন শহরের উপকণ্ঠে ভয়াবহ ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) অ্যান্টিওকিয়া বিভাগের বেলো শহরে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ভূমিধসের মূল কারণ।

বেলো শহরটি আন্দিজ পর্বতমালার পাদদেশে অবস্থিত এলাকা যা বর্ষাকালে প্রায়শই ভূমিধসপ্রবণ হয়ে ওঠে। অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন বলেন, “অঞ্চলটি ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়ে আগেই লোকজনকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।” তবে হঠাৎ পাহাড়ি ঢলের কারণে অনেকেই সময়মতো এলাকা ছাড়তে পারেননি।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, একটি গিরিখাতে প্রবল জলধারা নেমে আসায় ভূমিধসটি ঘটে। এতে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে কয়েকজনের মৃত্যু হয় এবং আরও অন্তত ৮ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া এখনো কমপক্ষে ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে রাস্তাঘাট, ধসে পড়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি ও অবকাঠামো। উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলো।

উল্লেখ্য, গত মাসেও কাছাকাছি সাবানেতা এলাকায় একটি বড় ধরনের ভূমিধসে পাঁচজনের মৃত্যু হয়েছিল। প্রতিবারের মতো এবারও প্রাকৃতিক দুর্যোগে মানুষের ক্ষয়ক্ষতির মাত্রা দৃষ্টিগোচর হয়ে উঠেছে।

বর্তমানে নিখোঁজদের সন্ধানে জোরালো তৎপরতা চলছে। স্থানীয় প্রশাসন জনগণকে নিরাপদ দূরত্বে থাকতে অনুরোধ জানিয়েছে এবং আরও ভূমিধসের আশঙ্কায় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: দ্য হিন্দু