তাপমাত্রা ও বজ্রসহ বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

- আপডেট সময় ০১:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 6
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তি ফিরেছে, কমেছে প্রচণ্ড গরমের দাপট। তবে আবহাওয়ার চিত্র আবারও বদলাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, দেশের ওপর মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে সীমিতভাবে, আর উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি সক্রিয় অবস্থায় বিরাজ করছে।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ পৌঁছেছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।
শনিবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা তিনদিন দেশের বিভিন্ন বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। এ সময়ে দেশের অন্যান্য অংশেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসার সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার এবং বুধবারের পূর্বাভাস বলছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই প্রবণতা বেশি থাকতে পারে। তবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কিছুটা কম হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। ফলে আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
সবমিলিয়ে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সঙ্গে হালকা আবহাওয়াজনিত পরিবর্তন থাকবে, তবে পর্যাপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।