ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারতীয় প্রতিরক্ষা প্রধান গুম তদন্ত কমিশনের সঙ্গে ইউভিইডির বৈঠক, নিখোঁজ ২০০ জনের তালিকা হস্তান্তর আধুনিকতার চাপে মাদ্রাসা শিক্ষা ধ্বংস হতে দেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা ডেঙ্গু ব্যবস্থাপনায় স্বাস্থ্য অধিদফতরকে চিকিৎসা সরঞ্জাম দিলো ডব্লিউএইচও এসএসসির ফল প্রকাশিত হচ্ছে দুই মাসেরও কম সময়ের মধ্যে: শিক্ষা উপদেষ্টা বাংলাদেশে রোবটিক রিহ্যাবিলিটেশন চিকিৎসার নতুন যুগের সূচনা, সেবা কাল থেকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ২০ ফিলিস্তিনি বাংলাদেশের অবকাঠামো সুযোগ-সুবিধা কাজে কাজে লাগান: ভুটানি রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টার গুয়াতেমালায় ভূমিকম্প ও ভূমিধসে ২জনের প্রাণহানি, ৫ জন আটকা সারাদেশে পুলিশের অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৭৮৭ জন

জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এর তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারি বৃষ্টির কারণে দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নগর এলাকাগুলোতে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

বুধবার (৯ জুলাই) সকালে দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ ৯ জুলাই সকাল ১০টা থেকে পরবর্তী দিন সকাল ১০টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। একইসঙ্গে ঢাকার বিভিন্ন এলাকা, চট্টগ্রাম মহানগর এবং খুলনা শহরের নিম্নাঞ্চলগুলোতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে আবহাওয়ার পাঁচদিনের পূর্বাভাসে জানানো হয়েছে, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুকে আরও সক্রিয় করে তুলেছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এই অক্ষের একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। এতে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় বিরাজ করছে।

আবহাওয়া অধিদফতর নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, পাহাড়ি এলাকায় বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ জায়গা থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি নগরবাসীদের জলাবদ্ধতা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

আবহাওয়া সংক্রান্ত আরও আপডেট পেতে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট কিংবা সংশ্লিষ্ট সংস্থার তথ্য অনুসরণ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

আপডেট সময় ০২:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এর তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারি বৃষ্টির কারণে দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নগর এলাকাগুলোতে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

বুধবার (৯ জুলাই) সকালে দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ ৯ জুলাই সকাল ১০টা থেকে পরবর্তী দিন সকাল ১০টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। একইসঙ্গে ঢাকার বিভিন্ন এলাকা, চট্টগ্রাম মহানগর এবং খুলনা শহরের নিম্নাঞ্চলগুলোতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে আবহাওয়ার পাঁচদিনের পূর্বাভাসে জানানো হয়েছে, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুকে আরও সক্রিয় করে তুলেছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এই অক্ষের একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। এতে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় বিরাজ করছে।

আবহাওয়া অধিদফতর নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, পাহাড়ি এলাকায় বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ জায়গা থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি নগরবাসীদের জলাবদ্ধতা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

আবহাওয়া সংক্রান্ত আরও আপডেট পেতে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট কিংবা সংশ্লিষ্ট সংস্থার তথ্য অনুসরণ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।