ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সীমান্তে সন্দেহভাজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা বিএসএফএর প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, দায়িত্বে থাকছেন: পরিকল্পনা উপদেষ্টা ইউরোপে সর্বোচ্চ অবসরের বয়সের রেকর্ড গড়ছে ডেনমার্ক কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত, নিহত ৬ ইউক্রেনীয় সেনা সব দলের এক ইচ্ছা, নির্বাচন চান সবাই – দায়িত্বে থাকুক প্রধান উপদেষ্টা ভোলায় সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধের নির্দেশ দিল ভিয়েতনাম সরকার ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১,৭৪৪ জন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই

আজ ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 9

ছবি সংগৃহীত

 

দেশের ১১টি অঞ্চলে শনিবার দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়বৃষ্টির এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৫ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

ঝড়বৃষ্টির কারণে নৌযান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দর কর্তৃপক্ষকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে স্থানীয় নৌযানগুলো প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সময়কার প্রাকৃতিক পরিবর্তনের ফলে এমন আবহাওয়া স্বাভাবিক। তবে হঠাৎ দমকা হাওয়া ও বজ্রপাত জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, শুক্রবার রাতেও দেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে এবং কোথাও কোথাও হালকা ঝড়ো হাওয়া অনুভূত হয়েছে। আজকের পূর্বাভাসে বলা হয়েছে, একই ধরণের পরিস্থিতি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

নদীপথে যাতায়াতরত যাত্রী ও চালকদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনার দিকে নজর রাখার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আজ ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

আপডেট সময় ০১:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

 

দেশের ১১টি অঞ্চলে শনিবার দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়বৃষ্টির এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৫ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

ঝড়বৃষ্টির কারণে নৌযান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দর কর্তৃপক্ষকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে স্থানীয় নৌযানগুলো প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সময়কার প্রাকৃতিক পরিবর্তনের ফলে এমন আবহাওয়া স্বাভাবিক। তবে হঠাৎ দমকা হাওয়া ও বজ্রপাত জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, শুক্রবার রাতেও দেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে এবং কোথাও কোথাও হালকা ঝড়ো হাওয়া অনুভূত হয়েছে। আজকের পূর্বাভাসে বলা হয়েছে, একই ধরণের পরিস্থিতি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

নদীপথে যাতায়াতরত যাত্রী ও চালকদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনার দিকে নজর রাখার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।