০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

আজ ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 244

ছবি সংগৃহীত

 

দেশের ১১টি অঞ্চলে শনিবার দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়বৃষ্টির এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৫ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

ঝড়বৃষ্টির কারণে নৌযান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দর কর্তৃপক্ষকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে স্থানীয় নৌযানগুলো প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সময়কার প্রাকৃতিক পরিবর্তনের ফলে এমন আবহাওয়া স্বাভাবিক। তবে হঠাৎ দমকা হাওয়া ও বজ্রপাত জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, শুক্রবার রাতেও দেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে এবং কোথাও কোথাও হালকা ঝড়ো হাওয়া অনুভূত হয়েছে। আজকের পূর্বাভাসে বলা হয়েছে, একই ধরণের পরিস্থিতি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

নদীপথে যাতায়াতরত যাত্রী ও চালকদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনার দিকে নজর রাখার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আজ ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

আপডেট সময় ০১:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

 

দেশের ১১টি অঞ্চলে শনিবার দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়বৃষ্টির এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৫ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

ঝড়বৃষ্টির কারণে নৌযান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দর কর্তৃপক্ষকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে স্থানীয় নৌযানগুলো প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সময়কার প্রাকৃতিক পরিবর্তনের ফলে এমন আবহাওয়া স্বাভাবিক। তবে হঠাৎ দমকা হাওয়া ও বজ্রপাত জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, শুক্রবার রাতেও দেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে এবং কোথাও কোথাও হালকা ঝড়ো হাওয়া অনুভূত হয়েছে। আজকের পূর্বাভাসে বলা হয়েছে, একই ধরণের পরিস্থিতি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

নদীপথে যাতায়াতরত যাত্রী ও চালকদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনার দিকে নজর রাখার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।