ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মশার উপদ্রব থেকে বাঁচার সহজ ও ঘরোয়া উপায় ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬ জন হত্যা ও খুন মামলাসহ পুরনো মামলা দ্রুত নিষ্পত্তি হবে: অ্যাটর্নি জেনারেল বিদেশফেরত রংমিস্ত্রি থেকে সফল কৃষি উদ্যোক্তা: আফজাল শেখের রাম্বুটান বিপ্লব কলটি বিবিসি উদ্ধার করেনি, এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি: চিফ প্রসিকিউটর ১ লাখ শিক্ষক নিয়োগে পুলিশের ভেরিফিকেশন: শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের না বলুন, যারা ওদের পক্ষে তাঁদের বয়কট করুন: নাহিদ ইসলাম রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত দুই পাইলট বাগেরহাটে ডাকাতিকৃত মালামাল সহ ৭ ডাকাত আটক বাংলাদেশ-চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারতীয় প্রতিরক্ষা প্রধান

জলবায়ু সংকটে একসঙ্গে কাজের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 23

ছবি সংগৃহীত

 

জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা মোকাবিলায় আঞ্চলিক ও বৈশ্বিক নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।

সোমবার (২১ এপ্রিল) ব্যাংককে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশের একটি প্রতিনিধি দল সরাসরি অংশগ্রহণ করে। ভিডিও বার্তার মাধ্যমে দেশের বর্তমান অবস্থান তুলে ধরেন ড. ইউনুস।

তিনি বলেন, “একটি স্বৈরশাসনের অধীনে চরমভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার নিরলসভাবে কাজ করছে। আমরা একটি ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছি।”

প্রধান উপদেষ্টা জানান, দেশের সার্বিক সংস্কার কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে জলবায়ু সহনশীল নগর উন্নয়ন। এই লক্ষ্যে সরকার পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ নিয়েছে যা টেকসই উন্নয়নের পথকে মজবুত করবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ঘনঘন বন্যা, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের মতো দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংকট মোকাবিলায় কেবল জাতীয় পর্যায়ের উদ্যোগ যথেষ্ট নয় এখানে প্রয়োজন যৌথ আন্তর্জাতিক প্রচেষ্টা।

ড. ইউনুস বিশেষভাবে জোর দেন ‘সামাজিক ব্যবসা’ প্রসঙ্গে। তিনি বলেন, গ্রামীণ অঞ্চলে যেমন সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য কমানো সম্ভব হয়েছে, তেমনি শহরেও এই মডেল কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব। দারিদ্র্য বিমোচনের পাশাপাশি এটি জলবায়ু সংকট মোকাবিলার একটি টেকসই পথ হতে পারে বলেও মত দেন তিনি।

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার বৈশ্বিক সংকটে দায়িত্বশীল ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, “এই সরকারের নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে, যেখানে মানবিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা পাশাপাশি গুরুত্ব পাচ্ছে।”

ড. ইউনুসের এ বক্তব্য বিশ্বমঞ্চে বাংলাদেশের অঙ্গীকার এবং বাস্তব পদক্ষেপের প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

জলবায়ু সংকটে একসঙ্গে কাজের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০১:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

 

জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা মোকাবিলায় আঞ্চলিক ও বৈশ্বিক নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।

সোমবার (২১ এপ্রিল) ব্যাংককে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশের একটি প্রতিনিধি দল সরাসরি অংশগ্রহণ করে। ভিডিও বার্তার মাধ্যমে দেশের বর্তমান অবস্থান তুলে ধরেন ড. ইউনুস।

তিনি বলেন, “একটি স্বৈরশাসনের অধীনে চরমভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার নিরলসভাবে কাজ করছে। আমরা একটি ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছি।”

প্রধান উপদেষ্টা জানান, দেশের সার্বিক সংস্কার কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে জলবায়ু সহনশীল নগর উন্নয়ন। এই লক্ষ্যে সরকার পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ নিয়েছে যা টেকসই উন্নয়নের পথকে মজবুত করবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ঘনঘন বন্যা, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের মতো দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংকট মোকাবিলায় কেবল জাতীয় পর্যায়ের উদ্যোগ যথেষ্ট নয় এখানে প্রয়োজন যৌথ আন্তর্জাতিক প্রচেষ্টা।

ড. ইউনুস বিশেষভাবে জোর দেন ‘সামাজিক ব্যবসা’ প্রসঙ্গে। তিনি বলেন, গ্রামীণ অঞ্চলে যেমন সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য কমানো সম্ভব হয়েছে, তেমনি শহরেও এই মডেল কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব। দারিদ্র্য বিমোচনের পাশাপাশি এটি জলবায়ু সংকট মোকাবিলার একটি টেকসই পথ হতে পারে বলেও মত দেন তিনি।

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার বৈশ্বিক সংকটে দায়িত্বশীল ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, “এই সরকারের নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে, যেখানে মানবিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা পাশাপাশি গুরুত্ব পাচ্ছে।”

ড. ইউনুসের এ বক্তব্য বিশ্বমঞ্চে বাংলাদেশের অঙ্গীকার এবং বাস্তব পদক্ষেপের প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা।