১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

দুপুরের দেশের উত্তরাঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / 72

ছবি সংগৃহীত

 

দেশের উত্তরাঞ্চলের দুই জেলা রংপুর ও দিনাজপুরের ওপর দিয়ে আজ দুপুরের আগেই প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (২৩ মার্চ) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এই দুই জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড় প্রবাহিত হতে পারে। ঝড়ের পাশাপাশি বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

ঝড়ের প্রভাবে নদীপথে চলাচলে ব্যাঘাত ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। বিশেষ করে রংপুর ও দিনাজপুর অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে, দেশের অন্যান্য অঞ্চলেও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

প্রবল দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় স্থানীয় প্রশাসনকে আগাম প্রস্তুতির পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনসাধারণকেও সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে, বিশেষ করে কৃষক, জেলে ও নৌপথে যাতায়াতকারীদের জন্য এ সময়টি ঝুঁকিপূর্ণ হতে পারে।

আবহাওয়া অধিদফতরের মতে, মৌসুম পরিবর্তনের এই সময়ে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন অস্বাভাবিক নয়। তাই সকলকে আবহাওয়ার আপডেট ও সতর্কবার্তাগুলোর প্রতি মনোযোগী থাকার আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী বা উঁচু জায়গায় অবস্থান না করাই উত্তম। প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন তারা।

সতর্ক অবস্থানে থাকতে, নির্ভরযোগ্য আবহাওয়ার খবর জানার জন্য স্থানীয় গণমাধ্যম ও আবহাওয়ার সরকারি অ্যাপে নজর রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

নিউজটি শেয়ার করুন

দুপুরের দেশের উত্তরাঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

আপডেট সময় ১২:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

 

দেশের উত্তরাঞ্চলের দুই জেলা রংপুর ও দিনাজপুরের ওপর দিয়ে আজ দুপুরের আগেই প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (২৩ মার্চ) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এই দুই জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড় প্রবাহিত হতে পারে। ঝড়ের পাশাপাশি বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

ঝড়ের প্রভাবে নদীপথে চলাচলে ব্যাঘাত ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। বিশেষ করে রংপুর ও দিনাজপুর অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে, দেশের অন্যান্য অঞ্চলেও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

প্রবল দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় স্থানীয় প্রশাসনকে আগাম প্রস্তুতির পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনসাধারণকেও সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে, বিশেষ করে কৃষক, জেলে ও নৌপথে যাতায়াতকারীদের জন্য এ সময়টি ঝুঁকিপূর্ণ হতে পারে।

আবহাওয়া অধিদফতরের মতে, মৌসুম পরিবর্তনের এই সময়ে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন অস্বাভাবিক নয়। তাই সকলকে আবহাওয়ার আপডেট ও সতর্কবার্তাগুলোর প্রতি মনোযোগী থাকার আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী বা উঁচু জায়গায় অবস্থান না করাই উত্তম। প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন তারা।

সতর্ক অবস্থানে থাকতে, নির্ভরযোগ্য আবহাওয়ার খবর জানার জন্য স্থানীয় গণমাধ্যম ও আবহাওয়ার সরকারি অ্যাপে নজর রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।