ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অমর একুশে বইমেলা ২০২৫: বড় পরিসরে ও আয়োজনে বেড়েছে প্রকাশনা ও স্টল নিয়ে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 397

 

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বই মেলা ২০২৫। এবারের মেলায় গত বছরের তুলনায় প্রকাশনা প্রতিষ্ঠান, স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা বাড়ানো হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে মোট প্রকাশনা প্রতিষ্ঠান ৭০৮টি, যা গত বছর ছিল ৬৪২টি। মেলায় মোট ইউনিটের সংখ্যা এবার ১০৮৪টি, আগের বছর ছিল ৯৪৬টি।

বই মেলার এবারের প্রতিপাদ্য বিষয় হলো “জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ”। এই থিমে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, যা বইমেলার মূল আকর্ষণ হিসেবে থাকবে।

অমর একুশে বই মেলা-২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় যে, এবারের মেলায় প্যাভিলিয়নের সংখ্যা ৩৭টি। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি প্যাভিলিয়ন থাকবে। লিটল ম্যাগাজিন চত্বরও এবার সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে স্থাপন করা হয়েছে, যেখানে প্রায় ১৩০টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

শিশু চত্বরে এবার ৭৪টি প্রতিষ্ঠান এবং ১২০টি ইউনিট থাকবে, যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বইমেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে, তবে ছুটির দিন ছাড়া মেলা বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন

অমর একুশে বইমেলা ২০২৫: বড় পরিসরে ও আয়োজনে বেড়েছে প্রকাশনা ও স্টল নিয়ে

আপডেট সময় ১১:৪৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

 

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বই মেলা ২০২৫। এবারের মেলায় গত বছরের তুলনায় প্রকাশনা প্রতিষ্ঠান, স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা বাড়ানো হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে মোট প্রকাশনা প্রতিষ্ঠান ৭০৮টি, যা গত বছর ছিল ৬৪২টি। মেলায় মোট ইউনিটের সংখ্যা এবার ১০৮৪টি, আগের বছর ছিল ৯৪৬টি।

বই মেলার এবারের প্রতিপাদ্য বিষয় হলো “জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ”। এই থিমে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, যা বইমেলার মূল আকর্ষণ হিসেবে থাকবে।

অমর একুশে বই মেলা-২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় যে, এবারের মেলায় প্যাভিলিয়নের সংখ্যা ৩৭টি। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি প্যাভিলিয়ন থাকবে। লিটল ম্যাগাজিন চত্বরও এবার সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে স্থাপন করা হয়েছে, যেখানে প্রায় ১৩০টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

শিশু চত্বরে এবার ৭৪টি প্রতিষ্ঠান এবং ১২০টি ইউনিট থাকবে, যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বইমেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে, তবে ছুটির দিন ছাড়া মেলা বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।