০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

দ্বিতীয়ার্ধে উজবেকিস্তানকে চাপে রেখে দুর্দান্ত প্রত্যাবর্তন, তারেমি ঝড়ে সপ্তমবার বিশ্বকাপের টিকিট পেল ইরান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / 74

ছবি: সংগৃহীত

 

২০২৬ ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে এশিয়ার শক্তিশালী দল ইরান। বিশ্বকাপ বাছাইয়ের উত্তেজনাপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করেও ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে তৃতীয় দল হিসেবে মূল আসরে জায়গা নিশ্চিত করেছে দলটি।

৮ ম্যাচে ছয় জয় ও দুটি ড্র এই ধারাবাহিকতায় সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ইরান। এর আগে তারা অংশ নিয়েছিল ১৯৭৮, ১৯৯৮, ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের আসরে।

বিজ্ঞাপন

তবে ম্যাচের প্রথমার্ধে ইরান ছিল রীতিমতো চাপে। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে উজবেকিস্তান। বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন তখন তাদের একদম সামনে। কিন্তু দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে দেন ইরানের তারকা ফরোয়ার্ড মেহদি তারেমি। তার দুর্দান্ত দুটি গোলেই ইরান ফিরে পায় ম্যাচের নিয়ন্ত্রণ ও বিশ্বকাপে খেলার টিকিট।

এই ড্রয়ের ফলে উজবেকিস্তান এখনো সরাসরি বিশ্বকাপে খেলার লড়াইয়ে টিকে আছে। ১৭ পয়েন্ট নিয়ে তারা রয়েছে গ্রুপের দ্বিতীয় স্থানে। তবে একই দিন অন্য ম্যাচে উত্তর কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে বড় ধাক্কা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, যার প্রভাব পড়েছে উজবেকিস্তানের ভাগ্যেও।

বিশ্বকাপ আয়োজক দেশ তিনটি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা আগেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল। এরপর এশিয়া থেকে প্রথম দল হিসেবে জায়গা করে নেয় জাপান। তাদের পথ ধরে বিশ্বকাপ নিশ্চিত করে নিউজিল্যান্ডও। দক্ষিণ আমেরিকা থেকে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপে জায়গা করে নেয় আগেই।

তীব্র প্রতিদ্বন্দ্বিতার এই বাছাইপর্বে ইরান আবারও প্রমাণ করল, তারা শুধু এশিয়ার নয়, বিশ্ব ফুটবলেরও এক নির্ভরযোগ্য নাম। এখন দেখার পালা, কে কার সঙ্গী হয় বাকি পথচলায়।

নিউজটি শেয়ার করুন

দ্বিতীয়ার্ধে উজবেকিস্তানকে চাপে রেখে দুর্দান্ত প্রত্যাবর্তন, তারেমি ঝড়ে সপ্তমবার বিশ্বকাপের টিকিট পেল ইরান

আপডেট সময় ০৭:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

 

২০২৬ ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে এশিয়ার শক্তিশালী দল ইরান। বিশ্বকাপ বাছাইয়ের উত্তেজনাপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করেও ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে তৃতীয় দল হিসেবে মূল আসরে জায়গা নিশ্চিত করেছে দলটি।

৮ ম্যাচে ছয় জয় ও দুটি ড্র এই ধারাবাহিকতায় সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ইরান। এর আগে তারা অংশ নিয়েছিল ১৯৭৮, ১৯৯৮, ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের আসরে।

বিজ্ঞাপন

তবে ম্যাচের প্রথমার্ধে ইরান ছিল রীতিমতো চাপে। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে উজবেকিস্তান। বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন তখন তাদের একদম সামনে। কিন্তু দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে দেন ইরানের তারকা ফরোয়ার্ড মেহদি তারেমি। তার দুর্দান্ত দুটি গোলেই ইরান ফিরে পায় ম্যাচের নিয়ন্ত্রণ ও বিশ্বকাপে খেলার টিকিট।

এই ড্রয়ের ফলে উজবেকিস্তান এখনো সরাসরি বিশ্বকাপে খেলার লড়াইয়ে টিকে আছে। ১৭ পয়েন্ট নিয়ে তারা রয়েছে গ্রুপের দ্বিতীয় স্থানে। তবে একই দিন অন্য ম্যাচে উত্তর কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে বড় ধাক্কা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, যার প্রভাব পড়েছে উজবেকিস্তানের ভাগ্যেও।

বিশ্বকাপ আয়োজক দেশ তিনটি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা আগেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল। এরপর এশিয়া থেকে প্রথম দল হিসেবে জায়গা করে নেয় জাপান। তাদের পথ ধরে বিশ্বকাপ নিশ্চিত করে নিউজিল্যান্ডও। দক্ষিণ আমেরিকা থেকে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপে জায়গা করে নেয় আগেই।

তীব্র প্রতিদ্বন্দ্বিতার এই বাছাইপর্বে ইরান আবারও প্রমাণ করল, তারা শুধু এশিয়ার নয়, বিশ্ব ফুটবলেরও এক নির্ভরযোগ্য নাম। এখন দেখার পালা, কে কার সঙ্গী হয় বাকি পথচলায়।