ভারতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, হামজা চৌধুরীর অভিষেকের অপেক্ষায় বাংলাদেশ

- আপডেট সময় ০২:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / 49
এশিয়ান কাপ বাছাইয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার (২৫ মার্চ) শিলংয়ে অনুষ্ঠিতব্য ম্যাচটিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, বিশেষ করে এক কারণে এটি গোটা অঞ্চলের নজর কেড়েছে এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরীর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যেই হামজাকে দলে রেখে ২৪ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। কোচ হাভিয়ের কাবরেরার ঘোষিত দলে নিয়মিতদের প্রায় সবাই সুযোগ পেয়েছেন, তাই বড় চমকের জায়গা খুব বেশি নেই। তবে নতুন সংযোজন হিসেবে দলে জায়গা পেয়েছেন ফরোয়ার্ড আল আমিন।
ইতালির ক্লাব ওলবিয়া ক্যালসিওতে খেলা ফাহমিদুল ইসলামকে আগেই দলে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জাতীয় দলের সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষে ২৭ জন খেলোয়াড় ফটোসেশনে অংশ নিলেও চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পর বাদ পড়েছেন তিনজন আরিফ, পিয়াস আহমেদ নোভা ও তাজ উদ্দিন।
বাংলাদেশ-ভারত ফুটবল লড়াই সবসময়ই আলাদা উত্তেজনা ছড়ায়। দুই দেশের ফুটবল ঐতিহ্যের বিবেচনায় ভারত এগিয়ে থাকলেও লড়াইয়ে বাংলাদেশ কখনোই পিছিয়ে থাকে না। এবার নতুন তারকা হামজার অন্তর্ভুক্তি দলকে বাড়তি শক্তি দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি কেবল মাঠের পারফরম্যান্স নয়, বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থাকা এই মিডফিল্ডার দলের মাঝমাঠে গতি ও নির্ভরযোগ্যতা যোগ করবেন, যা ভারতের বিপক্ষে জয়ের জন্য বড় হাতিয়ার হতে পারে।
কাবরেরার দল আগের চেয়ে অনেক গোছানো, কিন্তু ভারতের বিপক্ষে মাঠের লড়াই সহজ হবে না। শিলংয়ের আবহাওয়া ও প্রতিপক্ষের আক্রমণাত্মক খেলার কৌশল সামলাতে হলে রক্ষণভাগকে রাখতে হবে দৃঢ়। সব মিলিয়ে, ফুটবলপ্রেমীদের চোখ এখন মঙ্গলবারের মহারণের দিকে, যেখানে বাংলাদেশের প্রত্যাশা থাকবে ইতিহাস গড়ার।
ভারতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড:
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল হোসেন, ঈসা ফয়সাল
মিডফিল্ডার: হামজা দেওয়ান চৌধুরী, চন্দন রায়, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মুজিবর রহমান জনি, শেখ মোরসালিন, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া
ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, আল আমিন।