ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তরুণ প্রজন্ম এখন আর নির্বাচনী ভাগ-বাটোয়ারায় বিশ্বাস করে না: নাহিদ ইসলাম রুশ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইউক্রেন, নিহত অন্তত ২ বৈশ্বিক চ্যালেঞ্জের মাঝেও তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি ১১ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে: অভিযোগ মির্জা আব্বাসের গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় নিহত ১১০ ফিলিস্তিনি নির্বাচনের অভাবেই দেশে অস্থিরতা, দুর্নীতির সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা: মির্জা ফখরুল সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশবান্ধব পরিকল্পনায় জোর দিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা নতুন যুগোপযোগী টেলিকম নীতিমালা প্রণয়নের ঘোষণা, বাতিল পুরনো নীতি: ফয়েজ আহমদ তৈয়্যব ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বোগোটায় বৈঠকে ২০টির বেশি দেশ

শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েও আশা ছাড়ছে না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 41

ছবি: সংগৃহীত

 

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ড্র করে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে খানিকটা পিছিয়ে পড়ল আর্সেনাল। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ১-১ গোলে ম্যাচ শেষ করায় লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১৫-এ গিয়ে ঠেকেছে। তবে মিকেল আর্তেতার দল এখনো লিগ টেবিলের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে এবং শিরোপার লড়াই থেকে নিজেদের একেবারে ছিটকে গেছে বলেও মানতে নারাজ কোচ ও খেলোয়াড়রা।

প্রথমার্ধে ব্রুনো ফার্নান্দেসের গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। দলের হয়ে সমতা ফেরান মিডফিল্ডার ডেকলান রাইস। শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে না পারায় এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় গানারদের।

তবে এই ড্র শিরোপার স্বপ্নে কতটা ধাক্কা দিল? ম্যাচ শেষে এমন প্রশ্নের উত্তরে আর্সেনাল কোচ আর্তেতা সরাসরি কোনো নেতিবাচক মন্তব্য করতে চাননি। বরং তিনি বললেন, “আমি এটা বলতে চাই না। আজ আমরা হতাশ, কারণ আমরা ম্যাচটা জিততে পারিনি। শিরোপা জয়ের দৌড়ে থাকতে হলে আমাদের প্রতিটি ম্যাচেই জেতা দরকার ছিল। তবে এখনো কিছুই শেষ হয়ে যায়নি।”

এদিকে দলের হয়ে একমাত্র গোল করা রাইসও কোচের সঙ্গে সুর মিলিয়ে জানালেন, লড়াই এখনো শেষ হয়নি। তিনি বলেন, “ম্যানেজার যেমনটা বলেছেন, আমরাও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। লিভারপুল দারুণ খেলছে, তবে আমরাও আর্সেনাল। আমাদের চোট সমস্যা ভুগিয়েছে, কিন্তু আমরা হাল ছাড়ব না।”

আর্সেনালের সামনে এখন লিগের শেষ ধাপে এসে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির মতো দল যেখানে প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে, সেখানে আর্সেনালের আর কোনো ভুলের সুযোগ নেই। শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা দিতে হবে গানারদের।

নিউজটি শেয়ার করুন

শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েও আশা ছাড়ছে না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা

আপডেট সময় ০৫:৩৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

 

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ড্র করে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে খানিকটা পিছিয়ে পড়ল আর্সেনাল। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ১-১ গোলে ম্যাচ শেষ করায় লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১৫-এ গিয়ে ঠেকেছে। তবে মিকেল আর্তেতার দল এখনো লিগ টেবিলের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে এবং শিরোপার লড়াই থেকে নিজেদের একেবারে ছিটকে গেছে বলেও মানতে নারাজ কোচ ও খেলোয়াড়রা।

প্রথমার্ধে ব্রুনো ফার্নান্দেসের গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। দলের হয়ে সমতা ফেরান মিডফিল্ডার ডেকলান রাইস। শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে না পারায় এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় গানারদের।

তবে এই ড্র শিরোপার স্বপ্নে কতটা ধাক্কা দিল? ম্যাচ শেষে এমন প্রশ্নের উত্তরে আর্সেনাল কোচ আর্তেতা সরাসরি কোনো নেতিবাচক মন্তব্য করতে চাননি। বরং তিনি বললেন, “আমি এটা বলতে চাই না। আজ আমরা হতাশ, কারণ আমরা ম্যাচটা জিততে পারিনি। শিরোপা জয়ের দৌড়ে থাকতে হলে আমাদের প্রতিটি ম্যাচেই জেতা দরকার ছিল। তবে এখনো কিছুই শেষ হয়ে যায়নি।”

এদিকে দলের হয়ে একমাত্র গোল করা রাইসও কোচের সঙ্গে সুর মিলিয়ে জানালেন, লড়াই এখনো শেষ হয়নি। তিনি বলেন, “ম্যানেজার যেমনটা বলেছেন, আমরাও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। লিভারপুল দারুণ খেলছে, তবে আমরাও আর্সেনাল। আমাদের চোট সমস্যা ভুগিয়েছে, কিন্তু আমরা হাল ছাড়ব না।”

আর্সেনালের সামনে এখন লিগের শেষ ধাপে এসে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির মতো দল যেখানে প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে, সেখানে আর্সেনালের আর কোনো ভুলের সুযোগ নেই। শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা দিতে হবে গানারদের।