ঢাকা ১১:০০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের সামরিক শক্তি প্রদর্শনে শুরু হচ্ছে বৃহৎ মহড়া তাসমান সাগরে চীনের সামরিক মহড়া, উড়োজাহাজের রুট পরিবর্তন ক্রিপ্টো দুনিয়ার সবচেয়ে বড় হ্যাক: Bybit থেকে উধাও ১.৪৬ বিলিয়ন ডলার! রংপুরে সরকারি ও বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, সড়ক অবরোধ পেরুর শপিং সেন্টারে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪ সুনামগঞ্জে শিরনি নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, ৩০ জন আহত পরিবেশ রক্ষাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: পরিবেশ উপদেষ্টা সুযোগ পেলে রাষ্ট্র পুনর্গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: তারেক রহমান তেঁতুল কাঠের ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেলের পুষ্টিগুণ, উপকারিতা ও চেনার উপায় ডিপিএলে ২০২৫ মৌসুমে নাম তুললেন সাকিব, তবে কি দেশে ফেরার ইঙ্গিত?

ঢাকা প্রিমিয়ার লিগ

ডিপিএলে ২০২৫ মৌসুমে নাম তুললেন সাকিব, তবে কি দেশে ফেরার ইঙ্গিত?

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের এক ধ্রুব তারকা। তবে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ও দেশের মাটিতে না দেখা যাওয়ায় তাকে ঘিরে গুঞ্জনের শেষ নেই। এবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৫ মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়ে নতুন করে আলোচনায় তিনি। তাহলে কি অবশেষে দেশে ফিরছেন সাকিব?

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এখনো দেশে ফেরেননি তিনি। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকে বিদায় জানানোর পরিকল্পনা থাকলেও নিরাপত্তা শঙ্কার কারণে সে সুযোগ মেলেনি। এরপর জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি তার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও রাখা হয়নি তাকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে আসেননি তিনি। এর মধ্যে রাজনৈতিক পরিস্থিতির কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়, এমনকি জারি করা হয় গ্রেফতারি পরোয়ানাও। ফলে সাকিবের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ে।

অন্যদিকে, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়া নিয়েও সংশয় ছিল। কিন্তু বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞার কারণে তিনি বিবেচনার বাইরে চলে যান। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার সময় তার বোলিং অ্যাকশন সন্দেহজনক হিসেবে ধরা পড়ে, কিন্তু পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি। ফলে শুধুমাত্র ব্যাটার হিসেবে বিসিবির নির্বাচকদের পরিকল্পনায় ছিলেন না তিনি।

৩৭ বছর বয়সী সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা যতই কমুক, ডিপিএলে খেলার জন্য দলবদল করেছেন তিনি। এখন দেখার বিষয়, সব বাধা পেরিয়ে সত্যিই তিনি দেশে ফিরবেন কি না, নাকি এই দলবদলও কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে!

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
৫০৬ বার পড়া হয়েছে

ঢাকা প্রিমিয়ার লিগ

ডিপিএলে ২০২৫ মৌসুমে নাম তুললেন সাকিব, তবে কি দেশে ফেরার ইঙ্গিত?

আপডেট সময় ০৮:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

 

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের এক ধ্রুব তারকা। তবে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ও দেশের মাটিতে না দেখা যাওয়ায় তাকে ঘিরে গুঞ্জনের শেষ নেই। এবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৫ মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়ে নতুন করে আলোচনায় তিনি। তাহলে কি অবশেষে দেশে ফিরছেন সাকিব?

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এখনো দেশে ফেরেননি তিনি। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকে বিদায় জানানোর পরিকল্পনা থাকলেও নিরাপত্তা শঙ্কার কারণে সে সুযোগ মেলেনি। এরপর জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি তার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও রাখা হয়নি তাকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে আসেননি তিনি। এর মধ্যে রাজনৈতিক পরিস্থিতির কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়, এমনকি জারি করা হয় গ্রেফতারি পরোয়ানাও। ফলে সাকিবের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ে।

অন্যদিকে, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়া নিয়েও সংশয় ছিল। কিন্তু বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞার কারণে তিনি বিবেচনার বাইরে চলে যান। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার সময় তার বোলিং অ্যাকশন সন্দেহজনক হিসেবে ধরা পড়ে, কিন্তু পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি। ফলে শুধুমাত্র ব্যাটার হিসেবে বিসিবির নির্বাচকদের পরিকল্পনায় ছিলেন না তিনি।

৩৭ বছর বয়সী সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা যতই কমুক, ডিপিএলে খেলার জন্য দলবদল করেছেন তিনি। এখন দেখার বিষয়, সব বাধা পেরিয়ে সত্যিই তিনি দেশে ফিরবেন কি না, নাকি এই দলবদলও কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে!