খেলাধুলা
মাইনাস তাপমাত্রায়ও মেসির জাদু, জয়ে মায়ামির দারুণ শুরু
এমএলএস মৌসুম শুরুর আগে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই জয় পেয়ে নতুন মরশুমে দারুণ শুরু করেছে ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম রাউন্ডের প্রথম লেগে স্পোর্টিং কানসাস সিটিকে (কেসি) ১-০ গোলে পরাজিত করেছে লিওনেল মেসির দল।
২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাতে চিল্ড্রেনস মার্সি পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে মাঠে বিপুল শীতের মাঝেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মেসি। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে একমাত্র গোলটি করে দলকে সাফল্য এনে দেন তিনি।
মেসির অসাধারণ খেলা এবং শীতের প্রতিকূল পরিস্থিতিতেও দলের জয় নিশ্চিত করতে তার দক্ষতা প্রশংসিত হয়েছে। স্পোর্টিং কেসির ম্যানেজার পিটার ভারমেসের মতে, ম্যাচে একমাত্র পার্থক্য গড়ে দিয়েছেন মেসি। তিনি বলেন, “মেসিই ছিলেন সেই ব্যক্তি যিনি ম্যাচটি শেষ করে দিতে পারতেন, এবং তিনি সেটিই করেছেন।”
এই জয়ের মাধ্যমে ইন্টার মায়ামি মৌসুমের শুরুতেই শক্তিশালী ভূমিকা রেখেছে এবং মেসির নেতৃত্বে তারা আরও অনেক বড় সাফল্যের প্রত্যাশা করছে।