খেলার খবর
মেসিকে বক্সিং রিংয়ে টানলেন লোগান পল! ডিজাইন নকলের অভিযোগে রেসলারের চ্যালেঞ্জ
এনার্জি ড্রিংকসের বোতল নকশা নিয়ে এবার মাঠের বাইরে নতুন লড়াইয়ের ডাক! বিশ্ব ফুটবলের সুপারস্টার লিওনেল মেসির বিরুদ্ধে ডিজাইন চুরির অভিযোগ তুলেছেন ইউটিউবার থেকে রেসলার হয়ে ওঠা লোগান পল। শুধু অভিযোগই নয়, মেসিকে সরাসরি বক্সিং রিংয়ে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি।
২০২২ সালে লোগান পল বাজারে আনেন ‘প্রাইম হাইড্রেশান’ নামে একটি এনার্জি ড্রিংক। আর গত বছর যুক্তরাষ্ট্রের বাজারে আসে মেসির কোম্পানির তৈরি ‘মাস প্লাস’। মেসির প্রতিষ্ঠান অভিযোগ তোলে, ‘প্রাইম হাইড্রেশান’ তাদের বোতলের নকশা নকল করেছে। এই নিয়ে আইনি নোটিশও পাঠায় মাস প্লাস। এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন লোগান পল। উল্টো মেসির ব্র্যান্ডের বিরুদ্ধেই পাল্টা নকলের অভিযোগ তুলেছেন তিনি!
লোগান পল বলেন, ‘সবাই দেখেছে কারা কপি করেছে। মেসির মাস প্লাসের বোতল একেবারেই আমাদের প্রাইম হাইড্রেশানের মতো দেখতে! তুমি কি সেরা এনার্জি ড্রিংকসকে হারাতে পারবে না বলে সেটাকে নকল করবে?’
তবে এখানেই থামেননি এই আমেরিকান রেসলার। আইনি লড়াই না করে রীতিমতো বক্সিং রিংয়ে মেসিকে মুখোমুখি হতে বলেছেন তিনি! ‘আমি প্রতিজ্ঞা করছি, যদি মেসি আমার সঙ্গে রিংয়ে লড়েন, তাহলে তার বিরুদ্ধে মামলা করব না। মেসি, তুমি কি প্রস্তুত?’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে এই ইস্যু নিয়ে। ফুটবল মাঠের জাদুকর কি এবার গ্লাভস হাতে নামবেন? নাকি লোগান পলের চ্যালেঞ্জও উপেক্ষা করবেন? এর আগে আইরিশ ফাইটার কনর ম্যাকগ্রেগরকেও এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন পল, কিন্তু ম্যাকগ্রেগর তাতে সাড়া দেননি। এবার মেসি কী করবেন, সেটাই এখন দেখার বিষয়!