ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন সহায়তা ছাড়া ছয় মাসের বেশি টিকতে পারবে না ইউক্রেন আইভরি কোস্ট থেকে ফরাসি সামরিক ঘাঁটি প্রত্যাহার: নতুন যুগের সূচনা ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন গাজায় প্রাণহানির সংখ্যা বেড়ে চলেছে: ধ্বংসস্তূপে আরও ২২ লাশ উদ্ধার জলবায়ু পরিবর্তনের প্রভাব: ১৫০ মিটার উচ্চতা হারাল এভারেস্ট! চরমোনাই মাহফিলে ইসলামী ঐক্যের আহ্বান, আগামী নির্বাচন নিয়ে কৌশল নির্ধারণ শের-ই-বাংলা মেডিকেল শাটডাউনের চতুর্থ দিন: সড়ক অবরোধে শিক্ষার্থীদের অনড় অবস্থান আমরা এখন আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী: ড. ইউনূস একুশে পদক ২০২৫: ১৮ গুণীজন ও এক দলকে সম্মাননা দিলেন প্রধান উপদেষ্টা রমজানে পণ্যের সংকট নেই, মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অর্থ উপদেষ্টা

খেলার খবর

মেসিকে বক্সিং রিংয়ে টানলেন লোগান পল! ডিজাইন নকলের অভিযোগে রেসলারের চ্যালেঞ্জ

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

এনার্জি ড্রিংকসের বোতল নকশা নিয়ে এবার মাঠের বাইরে নতুন লড়াইয়ের ডাক! বিশ্ব ফুটবলের সুপারস্টার লিওনেল মেসির বিরুদ্ধে ডিজাইন চুরির অভিযোগ তুলেছেন ইউটিউবার থেকে রেসলার হয়ে ওঠা লোগান পল। শুধু অভিযোগই নয়, মেসিকে সরাসরি বক্সিং রিংয়ে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি।

২০২২ সালে লোগান পল বাজারে আনেন ‘প্রাইম হাইড্রেশান’ নামে একটি এনার্জি ড্রিংক। আর গত বছর যুক্তরাষ্ট্রের বাজারে আসে মেসির কোম্পানির তৈরি ‘মাস প্লাস’। মেসির প্রতিষ্ঠান অভিযোগ তোলে, ‘প্রাইম হাইড্রেশান’ তাদের বোতলের নকশা নকল করেছে। এই নিয়ে আইনি নোটিশও পাঠায় মাস প্লাস। এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন লোগান পল। উল্টো মেসির ব্র্যান্ডের বিরুদ্ধেই পাল্টা নকলের অভিযোগ তুলেছেন তিনি!

লোগান পল বলেন, ‘সবাই দেখেছে কারা কপি করেছে। মেসির মাস প্লাসের বোতল একেবারেই আমাদের প্রাইম হাইড্রেশানের মতো দেখতে! তুমি কি সেরা এনার্জি ড্রিংকসকে হারাতে পারবে না বলে সেটাকে নকল করবে?’

তবে এখানেই থামেননি এই আমেরিকান রেসলার। আইনি লড়াই না করে রীতিমতো বক্সিং রিংয়ে মেসিকে মুখোমুখি হতে বলেছেন তিনি! ‘আমি প্রতিজ্ঞা করছি, যদি মেসি আমার সঙ্গে রিংয়ে লড়েন, তাহলে তার বিরুদ্ধে মামলা করব না। মেসি, তুমি কি প্রস্তুত?’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে এই ইস্যু নিয়ে। ফুটবল মাঠের জাদুকর কি এবার গ্লাভস হাতে নামবেন? নাকি লোগান পলের চ্যালেঞ্জও উপেক্ষা করবেন? এর আগে আইরিশ ফাইটার কনর ম্যাকগ্রেগরকেও এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন পল, কিন্তু ম্যাকগ্রেগর তাতে সাড়া দেননি। এবার মেসি কী করবেন, সেটাই এখন দেখার বিষয়!

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
৫০৯ বার পড়া হয়েছে

খেলার খবর

মেসিকে বক্সিং রিংয়ে টানলেন লোগান পল! ডিজাইন নকলের অভিযোগে রেসলারের চ্যালেঞ্জ

আপডেট সময় ১০:২৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

 

এনার্জি ড্রিংকসের বোতল নকশা নিয়ে এবার মাঠের বাইরে নতুন লড়াইয়ের ডাক! বিশ্ব ফুটবলের সুপারস্টার লিওনেল মেসির বিরুদ্ধে ডিজাইন চুরির অভিযোগ তুলেছেন ইউটিউবার থেকে রেসলার হয়ে ওঠা লোগান পল। শুধু অভিযোগই নয়, মেসিকে সরাসরি বক্সিং রিংয়ে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি।

২০২২ সালে লোগান পল বাজারে আনেন ‘প্রাইম হাইড্রেশান’ নামে একটি এনার্জি ড্রিংক। আর গত বছর যুক্তরাষ্ট্রের বাজারে আসে মেসির কোম্পানির তৈরি ‘মাস প্লাস’। মেসির প্রতিষ্ঠান অভিযোগ তোলে, ‘প্রাইম হাইড্রেশান’ তাদের বোতলের নকশা নকল করেছে। এই নিয়ে আইনি নোটিশও পাঠায় মাস প্লাস। এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন লোগান পল। উল্টো মেসির ব্র্যান্ডের বিরুদ্ধেই পাল্টা নকলের অভিযোগ তুলেছেন তিনি!

লোগান পল বলেন, ‘সবাই দেখেছে কারা কপি করেছে। মেসির মাস প্লাসের বোতল একেবারেই আমাদের প্রাইম হাইড্রেশানের মতো দেখতে! তুমি কি সেরা এনার্জি ড্রিংকসকে হারাতে পারবে না বলে সেটাকে নকল করবে?’

তবে এখানেই থামেননি এই আমেরিকান রেসলার। আইনি লড়াই না করে রীতিমতো বক্সিং রিংয়ে মেসিকে মুখোমুখি হতে বলেছেন তিনি! ‘আমি প্রতিজ্ঞা করছি, যদি মেসি আমার সঙ্গে রিংয়ে লড়েন, তাহলে তার বিরুদ্ধে মামলা করব না। মেসি, তুমি কি প্রস্তুত?’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে এই ইস্যু নিয়ে। ফুটবল মাঠের জাদুকর কি এবার গ্লাভস হাতে নামবেন? নাকি লোগান পলের চ্যালেঞ্জও উপেক্ষা করবেন? এর আগে আইরিশ ফাইটার কনর ম্যাকগ্রেগরকেও এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন পল, কিন্তু ম্যাকগ্রেগর তাতে সাড়া দেননি। এবার মেসি কী করবেন, সেটাই এখন দেখার বিষয়!