ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 52

ছবি সংগৃহীত

 

করাচির মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্বাগতিক পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে নিউজিল্যান্ড। মিচেল সান্টনারের নেতৃত্বে দুর্দান্ত ব্যাটিং ও শৃঙ্খলিত বোলিংয়ের সমন্বয়ে সহজ জয় পেয়েছে কিউইরা, যা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাদের জন্য বড় আত্মবিশ্বাসের উৎস।

সংগ্রামমুখর পাকিস্তান
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ফখর জামান মাত্র ১০ রানে বিদায় নিলে চাপ বাড়ে স্বাগতিকদের ওপর। অধিনায়ক বাবর আজম কিছুটা প্রতিরোধ গড়লেও ২৯ রানের বেশি করতে পারেননি। ফলে মাত্র ৫৪ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে দিশেহারা অবস্থায় পড়ে পাকিস্তান।

এরপর মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার ৮৮ রানের জুটি গড়ে দলকে সামলে তোলেন। রিজওয়ান ৪৬ ও সালমান ৪৫ রান করে ফিরে গেলে আবারও ছন্দ হারায় পাকিস্তান। শেষদিকে তইয়্যব তাহিরের ৩৮, ফাহিম আশরাফের ২২ ও নাসিম শাহের ১৯ রানের ইনিংসে ভর করে স্বাগতিকরা ২৪২ রান সংগ্রহ করে।

নিউজিল্যান্ডের হয়ে ও’ রোর্কে ৪টি ও মিচেল ব্রেসওয়েল ও সান্টনার ২টি করে উইকেট নেন।

২৪৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উইল ইয়াং ৫ রানেই ফিরে গেলে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনের ৭১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। কনওয়ে ৪৮ ও উইলিয়ামসন ৩৪ রান করেন।

এরপর ড্যারিল মিচেল (৫৭) ও টম লাথামের (৫৬) পার্টনারশিপে জয়ের পথে এগিয়ে যায় কিউইরা। শেষ পর্যন্ত গ্লেন ফিলিপসের ১৭ বলে ২০ রানের ক্যামিওতে ৪৫.২ ওভারে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

 

নিউজটি শেয়ার করুন

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

আপডেট সময় ১০:২০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

 

করাচির মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্বাগতিক পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে নিউজিল্যান্ড। মিচেল সান্টনারের নেতৃত্বে দুর্দান্ত ব্যাটিং ও শৃঙ্খলিত বোলিংয়ের সমন্বয়ে সহজ জয় পেয়েছে কিউইরা, যা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাদের জন্য বড় আত্মবিশ্বাসের উৎস।

সংগ্রামমুখর পাকিস্তান
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ফখর জামান মাত্র ১০ রানে বিদায় নিলে চাপ বাড়ে স্বাগতিকদের ওপর। অধিনায়ক বাবর আজম কিছুটা প্রতিরোধ গড়লেও ২৯ রানের বেশি করতে পারেননি। ফলে মাত্র ৫৪ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে দিশেহারা অবস্থায় পড়ে পাকিস্তান।

এরপর মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার ৮৮ রানের জুটি গড়ে দলকে সামলে তোলেন। রিজওয়ান ৪৬ ও সালমান ৪৫ রান করে ফিরে গেলে আবারও ছন্দ হারায় পাকিস্তান। শেষদিকে তইয়্যব তাহিরের ৩৮, ফাহিম আশরাফের ২২ ও নাসিম শাহের ১৯ রানের ইনিংসে ভর করে স্বাগতিকরা ২৪২ রান সংগ্রহ করে।

নিউজিল্যান্ডের হয়ে ও’ রোর্কে ৪টি ও মিচেল ব্রেসওয়েল ও সান্টনার ২টি করে উইকেট নেন।

২৪৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উইল ইয়াং ৫ রানেই ফিরে গেলে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনের ৭১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। কনওয়ে ৪৮ ও উইলিয়ামসন ৩৪ রান করেন।

এরপর ড্যারিল মিচেল (৫৭) ও টম লাথামের (৫৬) পার্টনারশিপে জয়ের পথে এগিয়ে যায় কিউইরা। শেষ পর্যন্ত গ্লেন ফিলিপসের ১৭ বলে ২০ রানের ক্যামিওতে ৪৫.২ ওভারে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।