“খেলাধুলার মাধ্যমে উরুগুয়ের সাথে সম্পর্ক উন্নয়নের আহ্বান” – ড. মোহাম্মদ ইউনূস

- আপডেট সময় ১১:১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
উরুগুয়েকে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের মানুষের সঙ্গে সেতুবন্ধ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উরুগুয়ের অনাবাসী রাষ্ট্রদূত আলবার্তো এ গুয়ানি যখন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, তখন তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রদূত গুয়ানি প্রধান উপদেষ্টাকে জানান যে, উরুগুয়ে এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র এখনও অনাবিষ্কৃত রয়েছে, যা উভয় দেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
ড. ইউনূস বাংলাদেশের ক্রীড়ার, বিশেষ করে ফুটবলের জনপ্রিয়তা উল্লেখ করে বলেন, উভয় দেশের খেলাধুলার প্রতি গভীর আগ্রহ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, খেলাধুলার মাধ্যমে দুই দেশের মধ্যে কানেকশন স্থাপন সম্ভব।
বৈঠকে এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদসহ প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।