০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
শিরোনাম :
হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে হুথি বাহিনীর অভিযান, আটক ২০ কর্মী হংকং বিমানবন্দরে বড় দুর্ঘটনা: সাগরে পড়ল কার্গো প্লেন, নিহত ২ কর্মী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা
খেলাধুলা

সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ, টিকে রইলো বিশ্বকাপের আশা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 81

ছবি সংগৃহীত

 

প্রথম ওয়ানডেতে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে ৬০ রানের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সরাসরি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রেখেছে নিগার সুলতানার দল।

প্রথমে ব্যাট করে অধিনায়ক জ্যোতির দায়িত্বশীল ৬৮ রানের ইনিংসে ভর করে ১৮৪ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের দারুণ বোলিংয়ে ৩৫ ওভারে মাত্র ১২৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

বল হাতে দুর্দান্ত ছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ৩০ রান দিয়ে তিনি শিকার করেন ৩টি উইকেট। লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন এবং পেসার মারুফা আক্তার প্রত্যেকে নেন ২টি করে উইকেট। ম্যাচের শুরুতেই কিয়ানা জোসেফ ও হেইলি ম্যাথিউসের উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডারে ধস নামান মারুফা।

নারীদের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়। সিরিজের শেষ ম্যাচটি এখন শুধুমাত্র ফাইনাল নয়, বরং বাংলাদেশের মেয়েদের স্বপ্ন পূরণের মঞ্চ। জয়ী হলে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত হবে নিগার সুলতানাদের।

নিউজটি শেয়ার করুন

খেলাধুলা

সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ, টিকে রইলো বিশ্বকাপের আশা

আপডেট সময় ০২:৫৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

 

প্রথম ওয়ানডেতে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে ৬০ রানের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সরাসরি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রেখেছে নিগার সুলতানার দল।

প্রথমে ব্যাট করে অধিনায়ক জ্যোতির দায়িত্বশীল ৬৮ রানের ইনিংসে ভর করে ১৮৪ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের দারুণ বোলিংয়ে ৩৫ ওভারে মাত্র ১২৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

বল হাতে দুর্দান্ত ছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ৩০ রান দিয়ে তিনি শিকার করেন ৩টি উইকেট। লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন এবং পেসার মারুফা আক্তার প্রত্যেকে নেন ২টি করে উইকেট। ম্যাচের শুরুতেই কিয়ানা জোসেফ ও হেইলি ম্যাথিউসের উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডারে ধস নামান মারুফা।

নারীদের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়। সিরিজের শেষ ম্যাচটি এখন শুধুমাত্র ফাইনাল নয়, বরং বাংলাদেশের মেয়েদের স্বপ্ন পূরণের মঞ্চ। জয়ী হলে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত হবে নিগার সুলতানাদের।